ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী ফ্লাইওভারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে সিদ্দিকুর রহমান (৫৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে টঙ্গীর বাটাগেট এলাকায় ফ্লাইওভারের সিঁড়িতে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তি বরিশালের বাবুগঞ্জ থানার গাজীপুর গ্রামের মৃত ইসমাইল ফকিরের ছেলে। তিনি টঙ্গীর মধুমিতা রোডে ‘আপন নীড়’ নামে ভাড়া বাসায় থাকতেন এবং ঢাকার কেরানীগঞ্জে একটি বিদ্যুৎ ট্রান্সমিটার তৈরির কারখানায় স্টোর অফিসার হিসেবে কাজ করতেন। পুলিশ জানিয়েছে, নিহত টঙ্গীর বাসা থেকে কর্মস্থল কেরানীগঞ্জে যাওয়ার সময় ফ্লাইওভারের সিঁড়িতে ছিনতাইয়ের শিকার হন। ছিনতাইকারীরা উপর্যুপরি ছুরিকাঘাত করলে তিনি আহত হন। এ সময় আশপাশে থাকা কেউ সাহায্য করতে এগিয়ে আসেনি। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে ডাক্তার মৃত ঘোষণা করেন। নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। নিহতের ছোটভাই ইদ্রিসুর রহমান বলেন, ‘আমার বড় ভাই কর্মস্থলে যাচ্ছিলেন, তখন ছিনতাইকারীর ছুরিকাঘাতেই তিনি নিহত হয়েছেন। আমরা ন্যায়বিচার চাই।’ টঙ্গী পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) মো. আতিকুর রহমান জানিয়েছেন, মরদেহ মর্গে পাঠানো হবে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।