ঝড়ে মেঘনায় নৌকাডুবে ১ জনের মৃত্যু, নিখোঁজ আরও ১

নরসিংদী সদরে মেঘনা নদীতে ঝড়ে নৌকাডুবিতে একই পরিবারের ৬ জন ভেসে যাওয়ার পর ৪ জনকে জীবিত ও আব্দুল্লাহ (১২) নামে একজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এখনো জান্নাতুল (১৪) নামে আরও একজন নিখোঁজ রয়েছে।

বৃহস্পতিবার (৪ জুলাই) রাতে নরসিংদী সদর উপজেলার মেঘনাবাজার এলাকায় মেঘনা নদীর মাঝখানে ঝড়ে এ নৌকাডুবির ঘটনা ঘটে।

নিহত আব্দুল্লাহ ও নিখোঁজ জান্নাতুলের বাবা মাধবদী উপজেলার এমতাজ মিয়া।

শুক্রবার (৫ জুলাই) এমতাজ মিয়া বলেন, গতকাল (বৃহস্পতিবার) রাতে আমি, আমার মা-বাবা বউ সহ দুই সন্তান নদীপথে টিডিরচরে আমার এক আত্মীয়ের বাসায় যাচ্ছিলাম। হঠাৎই মেঘনার মাঝ নদীতে ঝড় শুরু হয়। আচমকাই আমাদের নৌকাটা ডুবে যায়। পরবর্তী আমি আমার বউ ও মা-বাবাকে অন্য নৌকার সাহায্যে পাড়ে নিতে পারলেও মেঘনার স্রোতে আমার দুই সন্তান হারিয়ে যায়। আজ সকালে আমার ছেলে আব্দুল্লাহর লাশ পাওয়া গছে। কিন্তু মেয়েকে এখনও খুঁজে পাচ্ছি না।

নরসিংদী মাধবদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খায়রুল আলম বলেন, মেঘনা নদী পাড়ি দিতে ঐ পরিবারটি ছোট্ট একটি নৌকা নেয়। এতে করে ঝড়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। এ ঘটনার পরপর আমাদের টিম কাজ করছে। রাতেই চারজন উদ্ধার হয়েছে। সকালে এক ছেলের লাশ নদীতে পাওয়া যায়। বাকি নিখোঁজ একজনের সন্ধানে কাজ চলছে।