জাতীয় শুদ্ধাচার পুরস্কার পেলেন রাউজানের ইউএনও

সোনার বাংলা গড়ার প্রত্যয়ে ও জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখায় শুদ্ধাচার পুরস্কার ২০২৪ পেয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমা।

মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউস সম্মেলন কক্ষে আয়োজিত জাতীয় শুদ্ধাচার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান তাকে এ সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করেন। সততা ও নৈতিকতা, নেতৃত্বের গুণাবলি, সিদ্ধান্ত গ্রহণ, এপিএ ও প্রকল্প বাস্তবায়ন ও অভিলক্ষ্য বাস্তবায়নে দক্ষতাসহ মোট ১০টি মূল্যায়ন সূচকের ওপর ভিত্তি করে চলতি বছর এ পুরস্কারের জন্য মনোনীত করা হয়।

পুরস্কার অর্জনে তিনি চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান ও রাউজানরে সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর প্রতি অশেষ কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘এ পুরস্কার আমার একার নয়, পুরো রাউজানবাসীর। প্রতিটি কর্মসূচী বাস্তবায়নে আমাদের মাননীয় জেলা প্রশাসক ও এমপি মহোদয়ের সহযোগিতা ছিল খুবই বেশি। তবে আমি পুরস্কারের জন্য কাজ করিনি, কাজ করেছে দেশ ও দেশের মানুষের জন্য। তিনি আরও বলেন, এই সম্মাননা আমার জন্য নিরন্তর অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। আমি বরাবরের মতই সততা, নিষ্ঠা এবং নির্ভরযোগ্যতার সঙ্গে আমার পেশাগত দায়িত্ব পালনে সচেষ্ট থাকব।’

প্রসঙ্গত, রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমা রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর নির্দেশনায় সরকারের গুরুত্বপূর্ণ অগ্রাধিকার প্রকল্প সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করেন। এছাড়া, উপজেলায় কৃষি পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতকল্পে কৃষকের হাট স্থাপন, ভাসমান শ্রমিকদের আশ্রয়স্থল হিসেবে লেবার শেইড নির্মাণ, রাউজানের ডাবুয়ার বেগুনকে জিআই পণ্য হিসেবে রেজিষ্ট্রেশন করাতে নানামুখি প্রকল্প বাস্তবায়ন করছেন।