জয়পুরহাটে ১ লাখ শিশুকে ভিটামিন ক্যাপসুল খাওয়ানো হবে

জয়পুরহাটে আগামী ১২ ডিসেম্বর জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে জেলা সিভিল সার্জনের সভাকক্ষে জেলা সিভিল সার্জন অফিস আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডাঃ মোঃ আকুল উদ্দিন।

এসময় বক্তব্য রাখেন ডাঃ ফয়সাল আহমেদ, জেলা তথ্য অফিসার আঃ আলীম, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি এড.নৃপেন্দ্রনাথ মন্ডল পিপি।

সভায় জানানো হয় জেলায় ১লাখ ৩২ হাজার ৮শ৫১ জন শিশুকে ভিটামিন -এ ক্যাপসুল খাওয়ানো হবে এর মধ্যে ৬থেকে ১১মাস বয়সী ১১হাজার ৯শ৫২জন শিশুকে নীল রঙের এবং ১২থেকে ৫৯ মাস বয়সী ১লাখ ২০হাজার ৮শ ৫১জন শিশু কে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।