চুয়াডাঙ্গায় মৈত্রী এক্সপ্রেসসহ ২টি ট্রেনের ধাক্কা: পৃথক ঘটনায় নিহত ১, আহত ১

 চুয়াডাঙ্গা ডুগডুগি রেলক্রসিঙে অদূরে ও গাইদঘাট রেলক্রসিঙে পৃথক ২টি দূর্ঘনায় ১ জন নিহত হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে   গাইদঘাট রেলক্রসিঙে ও বেলা ১১টার দিকে ডুগডুগি রেলক্রসিঙে এ দূর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে ড্রাগন ফল ভর্তি আলমসাধু নিয়ে গাইদঘাট অভিমুখে যাওয়ার পথে গাইঘাট রেল ক্রসিং পার হচ্ছিলো এসময় খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী রুপসা এক্সপ্রেস ট্রেনে ধাক্কায় দেয়। এতে জেলার আলমডাঙ্গা উপজেলার মাঝহাট গ্রামের হেলালের ছেলে ইসরাইল(৩২) মারত্মক আহত হয়। পরে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেলে রেফার করে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছে চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ি এসআই আতাউর রহমান।

এদিকে বেলা ১১টার দিকে কলকাতা  থেকে ছেড়ে আসা ঢাকাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় জেলা সদরের ডিহিকৃষ্ট গ্রামের ঝন্টুর প্রতিবন্দী ছেলে আলামিন(২৭) নিহত হয়েছে। ঘটনাস সত্যতা নিশ্চিত করেছেন দর্শনা ফাঁড়ির ইনচার্জ এসআই মাসুদ রানা।