সারাদেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চিরুনি অভিযানের অংশ হিসেবে গাজীপুরের টঙ্গীতে ৬৬ জন কে গ্রেফতার করেছে টঙ্গি পূর্ব ও টঙ্গী পশ্চিম থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে সংশ্লিষ্ট থানা পুলিশ। পুলিশ জানায়,গাজীপুরের টঙ্গীতে বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকান্ড বৃদ্ধি পাওয়ায়,আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চিরুনি অভিযানে টঙ্গীর বিভিন্ন এলাকা থেকে চুরি,ছিনতাই ও মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৬৬ জন কে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মুহাম্মদ ফরিদুল ইসলাম জানান, চিরুনি অভিযানে টঙ্গী পূর্ব থানা পুলিশ ৩৮ জনকে গ্রেফতার করেছে, আসামিদের বিভিন্ন অপরাধে গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)ইস্কান্দার হাবিবুর রহমান জানান,অপরাধ নির্মূলে টঙ্গী পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযানে ২৮জনকে গ্রেপ্তার করা হয়েছে।আসামিদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।