২ ডিসেম্বর, মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় জাটকা সংরক্ষণ অভিযান পরিচালনা করে প্রায় ৫০ থেকে ৬০ কেজি জাটকা ইলিশ উদ্ধার করেছে উপজেলা মৎস্য দপ্তর। অভিযান পরিচালনা করেন,দেবাশীষ বাছার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, টুঙ্গিপাড়া। এই অভিযান পহেলা নভেম্বর ২০২৫ থেকে ১ জুন ২০২৬ পর্যন্ত জাটকা সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে পরিচালিত হয়। উদ্ধারকৃত জাটকা ইলিশ বিতরণ করা হয় উপজেলার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায়। জাটকা বিতরণকৃত প্রতিষ্ঠানগুলো উপজেলার, দারুল উলুম ইসলামিয়া এতিমখানা মাদ্রাসা গিমাডাঙ্গা মুন্সিরচর। আল মফিজিয়া শামসুল উলুম এতিমখানা মাদ্রাসা, পাঁচকাহানিয়া, জামে উলুম মজিদিয়া মাদ্রাসা, পাটগাতী এবং দারুল উলুম খাদেমুল ইসলাম গহরডাঙ্গা মাদ্রাসা। এ সময়ে উপস্থিত ছিলেন,আল আমিন হালদার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা টুংগীপাড়া, রাকিবুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা ও উপজেলা মৎস্য দপ্তরের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছার বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি গিমাডাঙ্গা নতুন বাজার জাটকা ইলিশ বিক্রি হচ্ছে, অভিযান পরিচালনা করতে ঘটনাস্থলে গেলে ইলিশ বিক্রিতা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ।কাউকে জরিমানা বা আটক করা যায়নি। ঘটনাস্থল থেকে ৫০ থেকে ৬০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়। ভবিষ্যতেও নিয়মিতভাবে এমন অভিযান পরিচালনা করা হবে, যাতে কেউ জাটকা ইলিশ শিকার ও বিক্রি করতে না পারে।