গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ (২৫ নভেম্বর–১০ ডিসেম্বর) এবং বেগম রোকেয়া দিবস-২০২৫ উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা। ৯ ডিসেম্বর সকাল ১১টায় উপজেলা চত্বর থেকে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিটি টুঙ্গিপাড়া উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা বজ্র কন্ঠ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল আলম , বিশেষ অতিথি,সহকারি কমিশনার (ভূমি) জনাব আল আমিন হালদার ও,টুঙ্গিপাড়া থানার অফিসার্স ইনচার্জ জনাব আইয়ুব আলী, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, শ্রীময়ী বাগচী, এছাড়াও বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী এবং নারী উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এবারের নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের প্রতিপাদ্য ছিল”নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি।”এই প্রতিপাদ্য সামনে রেখে নারী অধিকার, ডিজিটাল নিরাপত্তা ও নারীদের সামাজিক অবস্থান নিয়ে আলোচনা সভায় গুরুত্বারোপ করা হয়। এ বছর শ্রেষ্ঠ জয়িতা হিসেবে পুরস্কারে পুরুস্কৃত হন উপজেলার পাটগাতি বাজারের গার্মেন্টস ব্যবসায়ী পূর্ণিমারানী। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ইউএনও জহিরুল আলম বলেন, সমাজে নারীর নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের দাবি। পারিবারিক, সামাজিক কিংবা ডিজিটাল প্ল্যাটফর্ম কোথাও যেন নারী ও কন্যারা সহিংসতার শিকার না হয়, তা নিশ্চিত করতে হবে। ডিজিটাল নিরাপত্তার আওতায় নারী ও কন্যার প্রতি সাইবার অপরাধ প্রতিরোধ, সামাজিক সচেতনতা এবং আইনি সহায়তা প্রসারিত করার আহ্বান জানান।