বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারী) দুপুরে মাদ্রাসা প্রাঙ্গণে পরীক্ষার্থীদের জন্য দোয়া-মোনাজাত করা হয়। এর আগে আলোচনা সভায় ভালো ফলাফল অর্জনের সহায়ক হিসেবে পরীক্ষার্থীদের দিক নির্দেশনামূলক বিভিন্ন পরামর্শ দেওয়া হয়।
এসময় গোদনাইল বাগপাড়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মো: খলিলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদনাইল বাগপাড়া আলিম মাদ্রাসার সভাপতি আলহাজ্ব অকিল উদ্দিন ভূঁইয়া।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মজিবুর রহমান, নাসিক ৪,৫,৬ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর মনোয়ারা বেগম, গোদনাইল বাগপাড়া আলিম মাদরাসার প্রতিষ্ঠাতা সদস্য ও বাগপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি আলহাজ্ব ইয়াকুব আলী, সিদ্ধিরগঞ্জ থানা তাঁতীলীগের সভাপতি ও বাগপাড়া আলিম মাদ্রাসা মসজিদ কমিটির সাধারণ সম্পাদক প্রকৌশলী লায়ন মোহাম্মদ ইউসুফ আলী মাসুদ, বাগপাড়া আলিম মাদ্রাসা মসজিদ কমিটির সভাপতি কবির হোসেন লিটন, গোদনাইল বাগপাড়া আলিম মাদরাসার সহকারী শিক্ষক আফজাল হোসেন (নিপু), গোদনাইল বাগপাড়া আলিম মাদরাসা জামে মসজিদের খতিব হাফেজ মোহতাসিম বিল্লাহ, ইমাম হাফেজ হাসান, মাদরাসার আরবি প্রভাষক তারেক আমিন সালেহী, সহকারী শিক্ষক মাওলানা মো: আব্বাস আলী প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে মাদ্রাসার সকল শিক্ষক, শিক্ষার্থী অভিভাবক ও শিক্ষার্থী বৃন্দ উপস্থিত ছিলেন।