গাজীপুর জেলায় শ্রীপুর উপজেলায় এক যুবককে ছুরিকাঘাতে হত্যা

ফুটবল খেলাকে কেন্দ্রকরে ছুরিকাঘাতে গাজীপুরে স্কুলছাত্র জয় হাসান নিহত।

এ হত্যার ঘটনায় একজনকে আটক করা হয়েছে।শুক্রবার দিবাগত রাত ১০টার দিকে শ্রীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের লোহাগাছ এলাকায় এ ঘটনা ঘটে।শ্রীপুর উপজেলার লোহাগাছ গ্রামের মোঃবোরহান উদ্দিনের ছেলে এবং শ্রীপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

নিহতের স্বজনদের অভিযোগ,শুক্রবার বিকেল ৪টার দিকে স্থানীয় সরকার মাঠে ফুটবল খেলছিল জয়সহ তার বন্ধুরা এ সময় মাদকাসক্ত মোজাম্মেল হক নামে এক যুবক একটি রামদা হাতে নিয়ে এসে মুদি দোকানি হাবিবুরের ছেলে জুনায়েদকে হুমকি দেয়। পরে বন্ধু জুনায়েদকে হুমকি দিলে জয় এ বিষয়টির প্রতিবাদ করে। এ নিয়ে মোজাম্মেলের সঙ্গে জয়ের ঝগড়া হয়।

এর জের ধরে মোজাম্মেল হক ধারালো ছুরি দিয়ে জয়কে উপর্যুপরি আঘাত করে। একপর্যায়ে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত মোজাম্মেল পালিয়ে যান। তখন স্থানীয়রা জয়কে উদ্ধার করেন। প্রথমে তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তীতে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে জয়ের মৃত্যু হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত মোজাম্মেলের বাবা সিদ্দিকুর রহমানকে গ্রেফতার করেছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, ফুটবল খেলাকে কেন্দ্র করে তর্কাতর্কির জের ধরে জয় নামের একটি ছেলেকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। পরে এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে শ্রীপুর থানায় চারজনের নামোল্লেখ করে মামলা হয়েছে।