মো. মোজাহিদ, গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে ‘আলী এন্ড সন্স’ বিকাশ ডিস্ট্রিবিউটর হাউজের ১৬ লাখ টাকা নিয়ে উধাও হওয়া সেলসম্যান শওকত রায়হানকে চার বছর পর গ্রেফতার করেছে শ্রীপুর থানা পুলিশ। গতকাল রোববার (১০ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেন শ্রীপুর থানার ওসি এএফএম নাসিম। এর আগে ৬ সেপ্টেম্বর দিবাগত রাতে আশুলিয়ার জামগড়া এলাকা থেকে তাকে গ্রেফতারৃৃৃৃ করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।
গ্রেপ্তারকৃত শওকত রায়হান গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের নিজমাওনা গ্রামের কায়েসুর রহমান আলিমের ছেলে।সে ও-ই প্রতিষ্ঠানে সেলস অফিসার পদে দায়িত্ব পালন করতেন।
জানাযায়, গত ২০১৯ সালে (৭ মার্চ) সকালে সেলস অফিসার শওকত রায়হান তার দায়িত্বাধীন এলাকার বিভিন্ন এজেন্টদের কাছ থেকে বিকাশের মাধ্যমে টাকা ট্রান্সফার করে ৫ লাখ ৪৮ হাজার ও প্রতিষ্ঠানের মানি রিসিট দিয়ে ১০ লাখ ১২ হাজার ৫০০ টাকা সর্বমোট ১৫ লাখ ৬০ হাজার ৫০০ টাকা নিয়ে পালিয়ে যায়। পরে এ ঘটনায় বিকাশ ডিস্ট্রিবিউটর হাউজের পরিচালক এসএম রেজাউজ্জামান বাদী হয়ে শ্রীপুর থানায় একটি মামলা নং ৩৯(৩)১৯ দায়ের করেন।
শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল ফজল মোহাম্মদ নাসিম বলেন, ঘটনার পর থেকে আসামি পলাতক ছিল। খুব ঘনঘন স্থান পরিবর্তন করার কারণে তাকে এতদিন ধরা সম্ভব হয়নি। গত কিছুদিন যাবত আসামি রায়হান আশুলিয়া এলাকায় অবস্থান করছিল। তথ্য প্রযুক্তি ব্যবহার করে গোপন সংবাদের মাধ্যমে আসামির অবস্থান নিশ্চিত করে বুধবার দিবাগত রাতে তাকে আশুলিয়ার জামগড়া এলাকা থেকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।