গাজীপুরে দিনদুপুরে সাংবাদিকের মোটরসাইকেল চুরি, এলাকায় আতঙ্ক

গাজীপুরের জয়দেবপুরের উত্তর ছায়াবীথি (স্থানীয়ভাবে শ্মশান মোড় নামে পরিচিত) এলাকায় এক সাংবাদিকের মোটরসাইকেল তার নিজ বাসার সামন থেকে দিনদুপুরে চুরি হয়ে গেছে। এ ঘটনায় এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ ও উসকানিমূলক প্রশ্ন উঠেছে।

চুরি হওয়া মোটরসাইকেলটি একটি পালসার ১৫০ সিসি (এসডি) মডেলের। যানটির রেজিস্ট্রেশন নম্বর গাজীপুর-মেট্রো-ল-১১-৪৮১০, ইঞ্জিন নম্বর DHXPRE51875 এবং চেসিস নম্বর PSUA11CY6RTG54213।

ভুক্তভোগী সাংবাদিক ঘটনার বর্ণনায় বলেন, “ঘটনাটি ঘটেছে বাসার সামনে থেকে। চোররা এমনভাবে কাজ করেছে যে, সচরাচর যেমন দেখা যায়, কয়েক মিনিটের বেশি সময় লাগেনি। এলাকায় গত দুই মাসে এটিই প্রথম নয়, বরং একাধিক মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে।”

তিনি আরও জানান, স্থানীয় বাসিন্দারা ইতিমধ্যেই বারবার এমন ঘটনার প্রতিবাদ জানিয়ে আসলেও, দুর্বল তদন্ত ও নিরাপত্তা ব্যবস্থার অভাবে অপরাধীরা বেপরোয়াভাবে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগীর বক্তব্য অনুযায়ী, জয়দেবপুরের উত্তর ছায়াবীথি এলাকায় সম্প্রতি সময়ে যানবাহন চুরির ঘটনা বেড়ে গেছে। এই ধরনের ক্রমবর্ধমান অপরাধ স্থানীয়দের মনে ভয় ও নিরাপত্তাহীনতার সৃষ্টি করেছে। অনেকের মতে, পুলিশি টহল ও নজরদারি ব্যবস্থা জোরদার করা অত্যন্ত প্রয়োজন।

ভুক্তভোগী সাংবাদিক তার সহকর্মী সাংবাদিকবৃন্দ এবং গাজীপুর পুলিশ প্রশাসনের কাছে জোরালো সহযোগিতা কামনা করেছেন। তিনি আশা প্রকাশ করেন, মিডিয়ার সুদৃষ্টি ও পুলিশের দ্রুত ও কার্যকরী হস্তক্ষেপের মাধ্যমে শুধুমাত্র তার চুরি যাওয়া গাড়িটি উদ্ধারই নয়, বরং এই অপরাধ চক্রের উচ্ছেদও সম্ভব হবে।

ঘটনাটি সম্পর্কে জয়দেবপুর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগাযোগের চেষ্টা করা হয়েছে। প্রাথমিকভাবে জানানো হয়েছে, তারা ঘটনাটি নথিভুক্ত করেছেন এবং সিসি ক্যামেরার ফুটেজ রিভিউসহ প্রয়োজনীয় তদন্ত কাজ শুরু করেছেন। তারা নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।