গাজীপুরের শ্রীপুরে ইজ্জতপুর নামক স্হানে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক মৃত্যু হয়েছে। শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়ন এর ইজ্জতপুর রেল স্টেশনের পাশে এসব দুর্ঘটনা (২৭)জুন শুক্রবার ঘটে।
নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম জয়নাল আবেদীন (৪৫)। তিনি গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের পাটপচা গ্রামের বাসিন্দা। তিনি একজন সাইকেলের মিস্ত্রি ছিলেন। নিহত নারীর পরিচয় এখনো জানা যায়নি। তার বয়স আনুমানিক ৩৫ বছর।
শ্রীপুর রেলওয়ে স্টেশনের মাস্টার হানিফ আলী জানিয়েছেন, ময়মনসিংহগামী জামালপুর এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে সাতখামাইর রেলস্টেশন এলাকায় অজ্ঞাত নারীর মৃত্যু ঘটে।
অন্যদিকে, রাজেন্দ্রপুর রেলওয়ে স্টেশনের মাস্টার আমিন ইসলাম জানিয়েছেন, দুপুরে ইজ্জতপুর রেল স্টেশনের দক্ষিণ পাশে স্থানীয় বাসিন্দারা এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে রেলওয়ে পুলিশ গিয়ে তা উদ্ধার করে।
গাজীপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নাদিরউজ্জান জানিয়েছেন, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে। নিহতদের মধ্যে একজনের পরিচয় শনাক্ত করা গেছে, তবে নারীর পরিচয় নিশ্চিত করতে কাজ চলছে। ঘটনাগুলো তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।