গাজীপুরের পূবাইল এলাকায় তিতাস কমিউটার ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে এক নারী ও তার সঙ্গে থাকা দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (সকাল আনুমানিক ১০টা ৩০ মিনিটে) ঢাকা থেকে ছেড়ে আসা আখাউড়া অভিমুখী তিতাস কমিউটার ট্রেনটি পূবাইল বাজার (ফেরিঘাট) রেলক্রসিং অতিক্রমকালে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনটি আখাউড়ার দিকে যাওয়ার সময় এক নারী দুই শিশুসহ ট্রেনের সামনে ঝাঁপ দেন। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। ঘটনার পরপরই নিহতদের তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। তবে পরে লাশের সঙ্গে থাকা একটি পার্টস ব্যাগে পাওয়া ভোটার আইডি কার্ডে হাফেজা খাতুন মালা, পিতা মোজাম্মেল হক নাম পাওয়া যায়। আইডি অনুযায়ী তার বাড়ি গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার দক্ষিণ সোমবাজার এলাকায়। নিহত দুই শিশুর বয়স আনুমানিক পাঁচ থেকে ছয় বছরের মধ্যে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে পূবাইল রেলস্টেশন মাস্টার মুসা জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। তিনি বলেন, পূবাইল বাজার রেলগেটের অদূরে এক নারী দুই শিশুসহ ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। তিনি আরও জানান, পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার ও আইনগত প্রক্রিয়া গ্রহণ করবে। প্রত্যক্ষদর্শীদের ধারণা, নিহত নারীর শ্বশুরবাড়ি স্থানীয় কোনো গ্রামে হতে পারে। তবে কী কারণে এই ঘটনা ঘটেছে, তাৎক্ষণিকভাবে কেউ নিশ্চিত করতে পারেননি। এ ব্যাপারে রেলওয়ে ভৈরব থানার ওসি জানান,এটি একটি মর্মান্তিক ঘটনা, ঘটনাস্থলে পুলিশ যাচ্ছে।