যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, রংপুরে খুব দ্রুত সময়ের মধ্যে বিভাগীয় স্টেডিয়ামের কাজ শুরু হবে। তিনি বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ভালো খেলোয়াড় তুলে আনতে খেলাধুলার প্রতি মানুষের আগ্রহ বাড়াতে হবে এবং খেলাধুলাকে বিকেন্দ্রীকরণ করতে হবে। গতকাল বুধবার বিকেলে রংপুর স্টেডিয়ামে ‘৩৬ জুলাই ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি জানান, বিসিবি পাঁচটি জোনে কাজ করবে এবং আঞ্চলিক ক্রিকেট ও ফুটবলকে গুরুত্ব দেওয়া হচ্ছে। আগামী বছর থেকে রাজশাহী স্টেডিয়ামে এবং পরে খুলনা স্টেডিয়ামেও বিপিএল আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।
উপজেলা পর্যায়ে আয়োজিত এই টুর্নামেন্টের প্রশংসা করে তিনি বলেন, এ ধরনের টুর্নামেন্ট অন্য জেলাগুলোকেও অনুপ্রাণিত করবে। গত ২৮ জুলাই আটটি উপজেলা দলকে নিয়ে শুরু হওয়া এই টুর্নামেন্টের ফাইনাল খেলায় রংপুর সদরকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে গঙ্গাচড়া উপজেলা। দীর্ঘ ১৩ বছর পর এই স্টেডিয়ামে প্রায় ১ লাখ দর্শকের সমাগম ঘটে। আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে বলেন, রাজনৈতিক দলগুলোর ঐকমত্য না হওয়ায় নির্বাচন সম্ভব হয়নি। তবে মানুষের দৈনন্দিন সেবা নিশ্চিত করতে যত দ্রুত সম্ভব স্থানীয় সরকার কাঠামো পুনর্গঠন করে নির্বাচন দেওয়া প্রয়োজন। তিনি আরও বলেন, ৫ই আগস্টের পর চেয়ারম্যান পালিয়ে যাওয়ায় প্যানেল চেয়ারম্যান বা প্রশাসনের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।