কুতুবদিয়ায় আইনশৃংখলা কমিটির সভা ও মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত 

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা ও মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ৩০জুন উপজেলা পরিষদ হল রুমে ইউএনও মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরীর সভাপতিত্বে প্রথমে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।  উক্ত সভায় উপস্থিত ছিলেন কুতুবদিয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শাহাদাত হোসেন,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাছিনা আকতার বিউটি, বড়ঘোপ ইউপির চেয়ারম্যান আবুল কালাম, কৈয়ারবিল ইউপির চেয়ারম্যান আলহাজ আজমগীর মাতবর,  লেমশীখালী ইউপির চেয়ারম্যান আলহাজ আকতার হোছাইন, দক্ষিণ ধুরুং ইউপির চেয়ারম্যান আলহাজ আলা উদ্দিন আল আজাদ, উত্তর ধুরুং ইউপির চেয়ারম্যান আলহাজ আবদুল হালিম সিকদার, উপজেলা কৃষি অফিসার মোঃ রফিকুল ইসলাম, উপজেলা মৎস্য অফিসার রফিকুল আবেদীন, উপজেলা জনস্বাস্হ্য প্রকৌশলী ফরহাদ মেহেদী,কুতুবদিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও বিআরডিবির চেয়ারম্যান এস.কে. লিটন কুতুবী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,আইন শৃংখলা বাহিনী পুলিশ,কোস্ট গার্ড,ফায়ার সার্ভিস, আনসার,শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, গন্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
সদ্য যোগদানকৃত সহকারি কমিশনার (ভূমি) সাহাদাত হোসেনকে ফুলের তোড়া দিয়ে সভায় বরণ করে নেন।
 ইদানিং চুরি,ইয়াবা সেবন, মোবাইলে জুয়া ইত্যাদি অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ,কোস্ট গার্ড,ফায়ার সার্ভিস, আনসার বাহিনী যৌথ স্টাইকিং ফোর্স গঠন করে চুরি,অনলাইনে জুয়া,আইনশৃঙ্খলা দমনে টহল জোরদার করার সিদ্ধান্ত গৃহীত হয়।
আইনশৃংখলা কমিটির সভার পরপরই উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাছিনা আকতার বিউটির সভাপতিত্বে মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।  সভায় পর্যটকদের আকর্ষনের জন্য  বড়ঘোপ স্টীমার ঘাট এলাকায় অত্যাধুনিক ওয়েলকাম গেইট, নান্দনিক শৌচাগার, যাত্রীদের বিশ্রমাগার স্থাপন, শুস্ক মৌসুমে লবণচাষীদের জন্য  উত্তর ধুরুং,দক্ষিণ ধুরুং, লেমশীখালী ইউনিয়নের বিশ্রমাগার বা সেড নির্মাণের সিদ্ধান্ত গৃহীত হয়।
এছাড়াও দৈনিক শত শত মানুষ, শিক্ষার্থী, পথচারী চলাচলের সুবিধার্থে  ইউএনও অফিসের বাস ভবন হতে আদালত ভবন,ভূমি অফিস হয়ে সিটিজেন পার্ক পর্যন্ত সড়কটি আরসিসি দ্বারা মেরামত করায় স্থানীয় সংসদ সদস্য,উপজেলা প্রশাসন, পিআইও,স্থানীয় জনপ্রতিনিধিকে ধন্যবাদ জানান।