পঞ্চগড়ের তেঁতুলিয়া বাংলাবান্ধায় পরিত্যক্ত মর্টালশেল উদ্ধার করা হয়েছে। রবিবার দুপুরে বাংলাবান্ধা বিজিবি ক্যাম্পের সংলগ্ন এলাকায় আল আমিন ওয়ার্কশপের সামনে থেকে মর্টারশেলটি উদ্ধার করা হয়।
স্থানীয় ও পুলিশ জানায়, দুপুরে বাংলাবান্ধা স্থলবন্দরের এক পাথর শ্রমিক পাথরের সাইটে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা মর্টারশেলটি কুড়িয়ে পায়। পরে সেটি ভারি লোহা ভেবে তা বিক্রি করতে বাংলাবান্ধা বাজারে আল আমিন ওয়ার্কশপে নিয়ে আসলে আলম নামের এক ভাঙারি ব্যবসায়ী তা কেজি দরে ১৫০টাকায় কিনে নেন। পরে তা মর্টারশেল জানতে পেরে তাৎক্ষণিক স্থানীয় ইউপি সদস্যসহ বিজিবিকে জানান। পরে ওই ইউপি সদস্য বিজিবি ও থানা পুলিশকে খবর দিলে বিজিবি-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ওয়ার্কশপেই নিরাপদ স্থানে রেখে দেন।
ভাঙারি ব্যবসায়ী আলম জানান, অচেনা এক নারী দুপুরে লোহা মনে করে কুড়িয়ে পাওয়া বস্তুটি ওয়ার্কশপে নিয়ে আসেন। সেখানে আমি উপস্থিত থাকায় লোহা মনে করেই কেজি দরে কিনে নেই। পরে জানতে পারি এটা মর্টারশেল। জানার সাথে সাথেই ইউপি সদস্য বুলবুল ভাইকে জানাই। বিজিবি টহলে আসলে তাদেরকেও জানাই। পরে পুলিশ ও বিজিবি ঘটনাস্থল পরিদর্শন করে ওয়ার্কশপের নিরাপদ স্থানে রেখে গেছেন তারা।
তেঁতুলিয়া মডেল থানা ওসি সুজয় কুমার রায় বলেন, বাংলাবান্ধা বাজার থেকে মর্টালশেলটি উদ্ধার করে বিজিবির তত্ত¡াবধানে সংরক্ষিত স্থানে রাখা হয়েছে। পরে বিষয়টি উর্ধ্বতন কর্মকর্তাসহ সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল টিমকে মৌখিকভাবে জানানো হয়েছে।
প্রসঙ্গত, এর আগে দুইবার এই বাংলাবান্ধা ইউনিয়ন থেকে স্থলবন্দরের পাথরের সাইট থেকে দুটি পরিত্যক্ত মর্টারশেল উদ্ধার করা হয়েছিল। পরে সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল টিম সে মর্টারশেল দুটি নিস্ক্রীয় করে। সর্বশেষ গত ১৫ ফেব্রæয়ারি রাতে একই ইউনিয়নের সিপাইপাড়া বাজারে ভাঙারির দোকান থেকে একটি মর্টারশেল উদ্ধার করা হয়েছিল।