কাশিয়ানীর কালনা ব্রিজে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি আটক

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার কালনা ব্রিজ এলাকায় আজ ২৮ জন ২০২৫ বিকাল ৫টার দিকে র‍্যাব-৬ ভাটিয়াপাড়া ক্যাম্পের একটি চৌকস দল বিশেষ অভিযান চালিয়ে ৫,৮৫৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে।

গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে, কক্সবাজারের রামু উপজেলা থেকে এক ব্যক্তি বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে যশোর-ঢাকা রুটে নড়াইল এক্সপ্রেসওয়ে পরিবহনের (ঢাকা মেট্রো-১৩-২৬১০) মাধ্যমে ঢাকায় আসছে।

অভিযানে নেতৃত্ব দেন র‍্যাব-৬ ভাটিয়াপাড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এস.এম. রেজাউল হক।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম আরিফুল্লাহ (২২), পিতা মোঃ নুরুল কবির, দারিয়া দিঘি, থানা রামু, জেলা কক্সবাজার। তিনি একটি কালো রঙের ব্যাগে ইয়াবাগুলো বিশেষভাবে নীল প্যাকেটে মোড়ানো অবস্থায় বহন করছিলেন।

র‍্যাব জানিয়েছে, মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে এই অভিযান চালানো হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরিফুল্লাহ স্বীকার করেছেন যে, তিনি ইয়াবা ঢাকায় পৌঁছে দেওয়ার জন্য দায়িত্বপ্রাপ্ত ছিলেন।

আটককৃত আসামিকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য কাশিয়ানী থানায় হস্তান্তর করা হয়েছে। র‍্যাবের এই অভিযানে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির বাস্তব প্রতিফলন ঘটেছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।স্থানীয় এলাকাবাসী র‍্যাবের এই সফল অভিযানের প্রশংসা করে বলেছেন, মাদক নির্মূলের জন্য এমন তৎপরতা আরও জোরদার হওয়া দরকার।