গাজীপুরের কালিয়াকৈরে গরুর খড় বোঝাই ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ফ্লাইওভারের পূর্ব পাশে সি পি বাংলাদেশ এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সোমবার সকাল ৯:৩০ টার দিকে জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকামুখী গরুর খড় বোঝাই একটি ট্রাক গাজীপুরের চন্দ্রা এলাকায় পৌছালে মোটরসাইকেল নিয়ে ট্রাকটির গতিরোধ করে অগ্নিসংযোগ করে পালিয়ে যায় দূর্বৃত্তরা। এসময় ট্রাক চালক দ্রুত ট্রাকটি মহাসড়কের পাশে থামিয়ে দিলে আশপাশের লোকজন দ্রুত ছুটে এসে আগুন নিভিয়ে ফেলে। এতে ট্রাকের পিছনে থাকা খড় পুড়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদাৎ হোসেন ঘটনাটি নিশ্চিত করে বলেন, কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তার খোঁজ খবর নেয়া হচ্ছে।