কক্সবাজারের পেকুয়ায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধ নিহত

কক্সবাজারের পেকুয়ায় অটোরিকশার ধাক্কায় পথচারী অজ্ঞাত এক বৃদ্ধ নিহত হয়েছেন। যার আনুমানিক বয়স ৭০ বছর বলে ধারণা করা হচ্ছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে দুর্ঘটনায় আহত হলে লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইলিয়াছ বলেন, অটোরিকশার ধাক্কায় আহত হয়ে এক অজ্ঞাত বৃদ্ধের মৃত্যুর খবর জেনেছি। লোকটির বাড়ি কুতুবদিয়া। পরিবারের লোকজন আসলে আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।