গাজীপুরের শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী রাজেন্দ্রপুর জনকল্যাণ বাজার নিরাপত্তা ও ব্যবসায়ী পরিচালনা কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। উৎসবমুখর, স্বচ্ছ ও আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে শান্তিপূর্ণ পরিবেশে রাজেন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
শনিবার (১৯ অক্টোবর) সকাল ৯টা থেকে বিরতিহীন ভাবে বিকাল ৪টা পর্যন্ত ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করেন।
প্রধান নির্বাচন কমিশনার মোঃ মোফাজ্জল হক জানান, নির্বাচনে ৫টি পদে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ৯৯৬ জন ভোটারের মধ্যে ৮৮৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সন্ধ্যা ৭ টায় নির্বাচনী ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচনে সভাপতি পদে মশিউর রহমান লিটন (আনারস) ৪৭৯ ভোট, সিনিয়র সহ-সভাপতি ইব্রাহিম খান (চেয়ার) ৫২১ ভোট, সাধারণ সম্পাদক কামাল হোসেন (মোরগ) ৪৭০ ভোট, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান (কাপ পিরিচ) ৩৫৭ ভোট এবং কোষাধক্ষ্য আনোয়ার হোসেন (বাঘ) ৫৫৯ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।
সহকারী নির্বাচন কমিশনার রাকিবুল হাসান রাকিব জানান, উৎসবমুখর পরিবেশে স্বচ্ছ ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের জন্য সকাল থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন।
শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার ব্যারিস্টার সজীব আহমেদ ভোট কেন্দ্র পরিদর্শন করেন।
নির্বাচিত সভাপতি মশিউর রহমান লিটন, সাধারণ সম্পাদক কামাল হোসেন ও ব্যবসায়ীসহ নির্বাচনে অংশগ্রহণকারী প্রত্যেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণে সহযোগিতা করায় উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, রাজনৈতিক, সামাজিক এবং সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
নবনির্বাচিত কমিটিকে রাজেন্দ্রপুর জনকল্যাণ বাজারের সর্ববৃহৎ মালিক পক্ষ অহিদ প্লাজা ও মোঃ মমিন উদ্দিন সুপার মার্কেটের পক্ষ থেকে শেখ ফরিদ অভিনন্দন জানিয়েছেন।