এরদোগানের সমালোচক ফেতুল্লা গুলেনের মৃত্যু

যুক্তরাষ্ট্র ভিত্তিক গুলেনবাদী সন্ত্রাসী গ্রুপের (এফইটিও) প্রধান নেতা ফেতুল্লা গুলেন মারা গেছেন। ৮৩ বছর বয়সে পেনসিলভানিয়ায় কার্ডিওভাসকুলার সমস্যায় মারা গেছেন তিনি। তার আগে বার্ধক্যজনিত কারণে ডিমেনশিয়াসহ নানাবিধ স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন তিনি।

ফেতুল্লা গুলেন গত ১৫ জুলাই ২০১৬ সালে তুরস্কে ভয়াবহ আক্রমণে নেতৃত্ব দিয়েছিলেন। যেই আক্রমণে তুরস্কে ২৫২ জন নিহত হয় ও আহত হয় ২৭০০ জন মানুষ।

সাম্প্রতিক সময়ে গুলেনকে নতুন ঠিকানায় দেখা গিয়েছিল। সংগঠনটির মধ্যে অন্তর্ঘাতের কারণে প্রধান বাসভবন থেকে সরিয়ে নেওয়া হয় তাকে। এর আগে দুই দশকেরও বেশি সময় ধরে পেনসিলভানিয়ার একটি বিস্তীর্ণ এস্টেটে বসবাস করতেন তিনি। যা সন্ত্রাসী গোষ্ঠীর সদর দফতর হিসাবে ব্যবহার হয়ে আসছিল।

কিন্তু এই বছরের মে মাসে, গুলেনের ভাগ্নে ইবুসেলেম গুলেন জানান, এফইটিও নেতাকে চেস্টনাট রিট্রিট সেন্টার থেকে একটি নতুন জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে এবং এপ্রিল মাসে তাদের পুরনো কেন্দ্রটি খালি করা হয়েছে।

গুলেন তুর্কি প্রেসিডেন্ট এরদোগানের কট্টর সমালোচক ছিলেন। বিভিন্ন সময় নানা ইস্যুতে এরদোগানকে সমালোচনা করতে দেখা গেছে তাকে।