একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি এম ডব্লিউ উচ্চ বিদ্যালয়ের শ্রদ্ধার্ঘ অর্পণ 

নারায়ণগঞ্জ প্রতিনিধি : একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনারে সকল শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে সিদ্ধিরগঞ্জের (মার্চেন্ট ওয়ার্কারস) এম ডব্লিউ উচ্চ বিদ্যালয়। বুধবার একুশের প্রথম প্রহরে রাত ১২টা ০১ মিনিটে প্রতিষ্ঠানের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের শ্রদ্ধা জানান প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি, গভর্নিং বডির অন্যান্য সদস্যবৃন্দ ও শিক্ষক মন্ডলী। পুষ্পস্তবক অর্পণ শেষে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে তারা ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এসময় শ্রদ্ধা নিবেদন শেষে  সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সভাপতি নাসিক কাউন্সিলর ও এম ডব্লিউ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি  মতিউর রহমান মতি বলেন, একুশে ফেব্রুয়ারি বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গ তথা সমস্ত বাংলা ভাষা ব্যবহারকারী জনগণের গৌরবোজ্জ্বল একটি দিন। বাঙালি জনগণের ভাষা আন্দোলনের মর্মন্তুর ও গৌরবোজ্জ্বল স্মৃতিবিজড়িত একটি দিন হিসেবে চিহ্নিত হয়ে আছে। ১৯৫২ সালের এই দিনে  বাংলাকে পূর্ব পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলনরত ছাত্রদের ওপর পুলিশের গুলিবর্ষণে কয়েকজন তরুণ শহীদ হন। আমাদের মতো নতুন প্রজন্মের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এর ইতিহাস জানা প্রয়োজন তাহলে অন্তরে দেশ প্রেম জাগ্রত হবে। এসময় উপস্থিত ছিলেন, এম ডব্লিউ উচ্চ  বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রওশন আরা আকতার, দাতা সদস্য সাব্বির আহাম্মদ প্রধান, সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সদস্য ও সুমিলপাড়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক খন্দকার মানিক মাস্টার, এম ডব্লিউ উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি মো. মহসিন হোসেন, জহিরুল ইসলাম, শারমিন আক্তার সুমি, শিক্ষক প্রতিনিধি লিপি আক্তার, মো: আবুল কাশেম, আবুল কাশেম তালুকদার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।