ইসরাইলি হামলা, গুতেরেসকে লেখা চিঠিতে যে আহ্বান ইরানি পররাষ্ট্রমন্ত্রীর

ইরানের মাটিতে ইসরাইলি হামলার নিন্দা জানাতে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসকে চিঠি লিখেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। চিঠিতে জাতিসংঘ মহাসচিবকে নিরাপত্তা পরিষদে অবিলম্বে অধিবেশন আহ্বান করার কথা জানিয়েছেন তিনি।

রোববার (২৭ অক্টোবর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আল জাজিরা।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে আরাগচি বলেন, ‘যদিও এমন কোন আশা নেই যে নিরাপত্তা পরিষদ মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য কিছু দেশের উপস্থিতি থাকবে বা নিরাপত্তা পরিষদ থেকে এমন কোনও ফল বেরিয়ে আসবে যা উত্তেজনা কমাতে সাহায্য করবে। এরপরও ইহুদিবাদী শাসকদের অপরাধ প্রতিরোধে আমরা এটি অনুসরণ করছি’।

ইরানের ওপর ইসরাইলের হামলাকে সমর্থন দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ পশ্চিমা মিত্ররা। কিন্তু এই হামলাকে ‘আন্তর্জাতিক আইনের লঙ্ঘন’ বলে অভিহিত করেছে পাকিস্তান, বাহরাইন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ভারত, বাহরাইন, পাকিস্তান, আফগানিস্তানসহ বেশ কয়েকটি দেশ।

তেহরানের শীর্ষ কূটনীতিক মনে করেন, এই বৈঠকটি ইরান এবং এই অঞ্চলের অন্যান্যদের জন্য একটি ভাল সুযোগ দেবে যারা এই হামলার নিন্দা করেছে তাদের অবস্থানের উপর জোর দেওয়ার জন্য।

আরাগচি আরো বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র তার সব সামর্থ্য নিয়ে ইসরায়েলের পিছনে দাঁড়িয়ে আছে এবং ইহুদিবাদী শাসকের অপরাধের অংশীদার’।

আরাগচির দাবি, শনিবার ভোরে ইসরাইলি হামলায় ‘আমেরিকানদের অংশগ্রহণ আমাদের জন্য স্পষ্ট। অন্তত, তারা ইহুদিবাদী শাসকের বিমান বাহিনীকে একটি বিমান করিডোর দিয়েছিল।’

শুক্রবার ভোররাতে ইরানে একাধিক সামরিক লক্ষ্যবস্তুতে প্রতিশোধমূলক হামলা চালায় ইসরাইল। এ হামলায় এখন পর্যন্ত ৪ সেনা সদস্য নিহতের খবর জানিয়েছে ইরানি কর্তৃপক্ষ।

নিয়ম অনুযায়ী, জাতিসংঘের যে কোনো সদস্য রাষ্ট্রকে জাতিসংঘ মহাসচিবকে একটি বিশেষ অধিবেশন আহ্বান করার অনুরোধ করার অনুমতি দেয়। মহাসচিবকে অবশ্যই অন্যান্য সদস্যদের অবহিত করতে হবে এবং তারা এর সাথে একমত কিনা তা অনুসন্ধান করতে হবে। ত্রিশ দিনের মধ্যে সংখ্যাগরিষ্ঠ হলে সাধারণ পরিষদের একটি বিশেষ অধিবেশন ডাকা হয়ে থাকে।