গাজীপুরের টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে গভীর রাতে ঘুমন্ত তাবলীগী জামাতের সাথীদের উপর খুনি সাদ’পন্থী কর্তৃক বর্বরোচিত সন্ত্রাসী হামলা ও হত্যার ঘটনার দ্রুত বিচারের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে পেকুয়া উপজেলা তাবলীগী জামাত ও তাওহীদী জনতা। গতকাল ( ২৪ ডিসেম্বর) মঙ্গলবার সকাল ১১ টার দিকে পেকুয়া চৌমুহনী শহীদ ওয়াসিম চত্বরের পশ্চিম পাশে তাবলীগী জামাত ও তাওহিদী জনতার ব্যানারে আয়োজিত উদ্দ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পেকুয়া আশরাফুল উলুম মাদ্রাসার পরিচালক মৌলানা আবুল বশরের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন মগনামা আজিজিয়া মাদ্রাসার সহকারী পরিচালক মৌলানা ইয়াছিন সোলতানী, আলমাছিয়া মহিলা মাদ্রাসার পরিচালক মৌলানা আবুল কাশেম ফারুখী, শিলখালী কাছেমুল উলুম মাদরাসার পরিচালক মৌলানা মনির উল্লাহ, পেকুয়া উপজেলা তাবলীগের আমীর মৌলানা হাফেজ মজিবুল আলম, বারবাাকিয়া পাহাড়ীয়াখালী জামে মসজিদে খতিব আজিম উদ্দিন প্রমূখ। মানববন্ধন ও প্রতিবাদ সভা শেষে টঙ্গী বিশ্ব ইজতেমায় নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত পরিচালনা করেন আশরাফুল উলুম ইসলামিয়া মাদ্রাসার শিক্ষা পরিচালক।