গাজীপুর মহানগরের পূবাইল থানাধীন ৪২ নং ওয়ার্ডের কামাড়গাও এলাকায় অবস্থিত আমীর উদ্দিন মুন্সি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সাংস্কৃতিক অনুষ্ঠান আজ(৩১ জানুয়ারি )শনিবার কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমির উদ্দিন মুন্সি স্কুল অ্যান্ড কলেজের পরিচালক,পূবাইল আদর্শ কলেজের সম্মানিত সদস্য তাইজুল ইসলাম, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠানের চীফ সায়েন্টিফিক অফিসার (অবসরপ্রাপ্ত)আমির উদ্দিন মুন্সি স্কুল এন্ড কলেজের সভাপতি,শামসুন নাহার সুলতানা, উক্ত অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন,আমির উদ্দিন মুন্সি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ, মোল্লা মেহেদী হাসান রিয়াদ|

উক্ত অনুষ্ঠানে পতাকা উত্তোলন করেন,পূবাইল আদর্শ কলেজের সহযোগী অধ্যাপক রফিকুল ইসলাম , উক্ত অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন,পূবাইল আদর্শ কলেজের সহযোগী অধ্যাপক, লুৎফর রহমান,উক্ত অনুষ্ঠানে ক্রীড়া পতাকা উত্তোলন গাজীপুর কেজি স্কুল এসোসিয়েশন এর সদস্য সচিব মাসুদুর রহমান সিদ্দিকী, সকাল থেকে বিকেল পর্যন্ত দৌড়, লং জাম্প, মারবেল কুড়ানো,বল নিক্ষেপসহ নানা ক্রীড়া ইভেন্টে শিক্ষার্থীরা অংশ নেয়, ছাত্র-ছাত্রীদের অভিভাবক দের জন্য কয়েকটি খেলার আয়োজন করা হয়। বিকালে অনুষ্ঠিত হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে শিক্ষার্থীদের পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। পয়েন্ট বিবেচনায় নজরুল হাউস প্রথম অধিকার অর্জন করেছে।