গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগে পদত্যাগের ধারা অব্যাহত রয়েছে। ২৩ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার আবারও দুই শীর্ষস্থানীয় নেতা আনুষ্ঠানিকভাবে দলের সকল পদ থেকে পদত্যাগ করেছেন।
পদত্যাগকারী নেতারা হলেন,কাজী আশরাফুল ইসলাম (টিপু),সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগ,পিতা: মৃত কাজী জাফর আহমেদ । তিনি শারীরিক অসুস্থতা ও ব্যক্তিগত ব্যবসায়িক ব্যস্ততার কারণ দেখিয়ে বিকাল সাড়ে ৫ টায় টুঙ্গিপাড়া প্রেস ক্লাবে লিখিত বক্তব্য পাঠ করে দায়িত্ব থেকে অব্যাহতি চান।
অন্যজন হলেন,হাবিবুল বশির (লিপু) তিনি পৌর আওয়ামী লীগের ৭ নং ওয়ার্ডের সভাপতির পদে ছিলেন। তিনি গিমাডাঙ্গা গ্রামের মৃত শেখ নুরুল হক এর সন্তান ও ৭ নং ওয়ার্ডের সাবেক পৌর কাউন্সিলর। তিনি একই দিনে রাত ৮টার সময় প্রেস ক্লাবে উপস্থিত হয়ে গণমাধ্যমের সামনে তার পদত্যাগপত্র পাঠ করেন এবং দলের সভাপতি ও সদস্যপদ থেকেও সরে দাঁড়ান।
তিনি বলেন, আমাকে পৌর আওয়ামী লীগের ৭ নং ওয়ার্ডের সভাপতি দায়িত্ব দেয়া হলেও আমি দীর্ঘদিন অসুস্থ থাকার কারণে দায়িত্ব পালন করতে পারিনি। আমার শারীরিক অসুস্থতা ও পারিবারিক কারণে দলের সকল পদ পদবী থেকে স্বেচ্ছায় সজ্ঞানে উপস্থিত গণমাধ্যম কর্মীদের সামনে পদত্যাগ করলাম।
দুই নেতার পদত্যাগে স্থানীয় রাজনীতিতে আলোচনা তৈরি হয়েছে। সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের একাধিক নেতার পদত্যাগে সংগঠনটি টুঙ্গিপাড়ায় চাপের মুখে পড়ছে।
তারা দুজনই ব্যক্তিগত কারণ উল্লেখ করলেও রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, আসন্ন নির্বাচন ও দলীয় অভ্যন্তরীণ সংকট এর পেছনে বড় ভূমিকা রাখছে। তবে আওয়ামী লীগের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।