নারায়ণগঞ্জ প্রতিনিধি : এক দফা দাবি আদায়ে চলছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ আন্দোলন। এই আন্দোলনকে ঘিরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের অংশে আন্দোলনকারী ছাত্র-জনতা যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে। এর ফলে দুর্ভোগে পড়েছেন বিভিন্ন কাজে বের হওয়া যাত্রীরা।বেশি দুর্ভোগে পড়েছেন নারী ও বয়োবৃদ্ধরা।
রোববার (৪ আগস্ট) সকাল থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল, সাইনবোর্ড এলাকা ঘুরে এমন চিত্র দেখা যায়।
তবে কোনো যানবাহন ভাঙচুর কিংবা কোনো প্রতিষ্ঠানে ক্ষতি সাধন করেননি আন্দোলন কারীরা। মহাসড়কে বর্তমানে শুধুমাত্র বিভিন্ন অটোরিকশা চলাচল করতে দেখা গেছে।
সকাল থেকে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে হাজার হাজার ছাত্র জনতা অবস্থান নেন। এসময় সড়কে পুরো যান চলাচল বন্ধ করে দিয়ে তারা বিক্ষোভ করতে থাকেন।
এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের টিআই এ কে এম শরফুদ্দিন বলেন, সকাল থেকে আন্দোলনকারীরা মহাসড়ক বন্ধ করে রেখেছে। আর গতকাল রাত থেকেই মহাসড়কে গাড়ির চাপ কম রয়েছে। আমরা যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করছি।