চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার আতাহার গ্রামের যুগিডাং এলাকায় (৯ আগস্ট) আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৫ উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আয়োজনে সভাপতিত্ব করেন জনাব কর্নেলিয়াস মুরমু। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালু গ্রাম আদর্শ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মোঃ গোলাম ফারুক এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার। দিনব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানের সূচনা হয় এক বর্ণাঢ্য র্যালির মাধ্যমে, যা গ্রাম প্রদক্ষিণ করে। র্যালি শেষে অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয়। পরে আলোচনা সভায় অতিথিরা আদিবাসী জনগোষ্ঠীর সংস্কৃতি, ঐতিহ্য, শিক্ষা ও অধিকার রক্ষায় সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। আলোচনা সভা শেষে শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক প্রতিযোগিতা, যেখানে স্থানীয় স্কুল-কলেজের শিক্ষার্থীরা নাচ, গান ও আবৃত্তি পরিবেশন করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানের সার্বিক আয়োজন করে এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ, চাঁপাইনবাবগঞ্জ অফিস। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নিকোলাস মুরমু, এরিয়া ম্যানেজার, এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ এবং ইসরাইল হাজরা, এরিয়া সুপারভাইজার। স্থানীয় জনগণ, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করায় পুরো অনুষ্ঠানটি প্রাণবন্ত ও উৎসবমুখর হয়ে উঠে |