চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় মোহাম্মদ জালাল আহম্মদ প্রকাশ রাকিব (৪৫) নামের ধর্ষণ মামলার এক পলাতক আসামি গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৭)।
রবিবার (০৭ এপ্রিল) চট্টগ্রাম নগরী থেকে র্যাবের একটি আভিযানিক দল তাকে গ্রেপ্তার করে।
জানা যায়, গ্রেপ্তারকৃতের বাড়ি আনোয়ারা উপজেলার ৮নং চাতরী ইউনিয়নের চৌমুহনী গ্রামে। পাঁচলাইশ থানায় ২০১৫সালে তার বিরুদ্ধে ধর্ষণ মামলায় যাবত জীবন কারাদণ্ড এবং ১লাখ টাকা অর্থদণ্ড করা হয়।
এবিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল আহম্মদ জানান, দীর্ঘদিন পালিয়ে থেকে র্যাবের অভিযানে একজনকে গ্রেপ্তার করে থানায় সোপর্দ করে আমরা তাকে আদালতে প্রেরণ করেছি।