চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ডাকাত সন্দেহে আট যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। এ সময় তাদের কাছ থেকে একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
মঙ্গলবার (৩০ মে) রাত সাড়ে ১০টায় উপজেলার বরুমচড়া ইউনিয়নের ভরাচর এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো- পটিয়া উপজেলার মো. মহিউদ্দিন (১৯), মো. সাগর (২৫), বাঁশখালী উপজেলার মাহমুদুল হাসান (৩০), মাহমুদুল ইসলাম সাগর (২২), নজরুল ইসলাম (১৯), আবদুল মালেক (২৭), মিজানুর রহমান (২২) ও চন্দনাইশ উপজেলার অভিজিত দাশ রানা (২৩)।
স্থানীয়রা জানান, উপজেলার জুঁইদণ্ডী ইউপি চেয়ারম্যান মাস্টার মোহাম্মদ ইদ্রিচের পরিবারের সঙ্গে স্থানীয় মোখতার আহমদ পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে উভয়ের মধ্যে একাধিকবার পাল্টাপাল্টি হামলা-মামলাও হয়েছে। মঙ্গলবার রাতে ইউপি চেয়ারম্যান ইদ্রিচের ফুফাতো ভাই জালালের ওপর হামলা করে পালিয়ে যাওয়ার সময় তাদের ধাওয়া করে জনতা। পরে বরুমচড়া ইউনিয়নের ভরাচর এলাকায় তাদের ৮ জনকে আটক করে গাছে বেঁধে রাখা হয়।
বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মোহাম্মদ হাছান বলেন, ডাকাত সন্দেহে বহিরাগত ৮ জনকে আটক করার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ৮ জনকে আটক করে। আটকদের বিরুদ্ধে অস্ত্র মামলাসহ থানায় পৃথক দুটি মামলা হয়েছে। তাদের কাছ থেকে একটি দেশীয় অস্ত্র জব্দ করা হয়।