চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশ-ক্ষতিকর উপায়ে খাদ্য প্রস্তুত করা, মোড়কীকরণ, মেয়াদ এবং মূল্য সংযোজন না করে পণ্য বিক্রির দায়ে ঢাকা একটি বেকারিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (৩১ মে) বিকেলে উপজেলার কালাবিবির দিঘির মোড় এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন এই জরিমানা করেন।
অভিযানের বিষয়ে তিনি বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য তৈরি, মোড়কীকরণ, মেয়াদ ও মুল্য সংযোজন না করে পণ্য বিক্রির দায়ে এক বেকারিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০১৮ অনুযায়ী ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।