নারায়ণগঞ্জ প্রতিনিধি : আদমজী ইপিজেডে বিদেশি মালিকানাধীন ইপিক গার্মেন্টস নামক একটি পোশাক কারখানায় বার্ষিক বনভোজনের খাবার খেয়ে সাড়ে তিন শতাধিকেরও বেশি শ্রমিক অসুস্থ হয়ে পড়ে। ফুড পয়জনিংয়ে আক্রান্ত হয়ে অসুস্থ এসব শ্রমিকরা বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি হন।
আজ শনিবার (৩রা ফেব্রুয়ারী) অফিস খোলা থাকার কারণে চাকরি বাঁচাতে কাজে যোগ দেন শ্রমিকরা। অসুস্থ শরীর নিয়ে সকালে কাজে যোগ দেয়ার ফলে বেশ কয়েকজন নারী শ্রমিক মাথা ঘুরে কারখানার ফ্লরে পড়ে যান। এ ঘটনার পরও ইপিক কর্তৃপক্ষ ছুটি ঘোষণা না করলে উত্তেজিত সকল শ্রমিক একত্রিত হয়ে কারখানায় বিক্ষোভ শুরু করার প্রস্তুতি নেন। পরে অবস্থা বেগতিক দেখে ইপিক কর্তৃপক্ষ শুধু শনিবার গার্মেন্টস বন্ধ ঘোষণা করে বলে জানায় শ্রমিকরা।
শিখা নামের ইপিক গার্মেন্টসের এক শ্রমিক জানান, বৃহস্পতিবার আমাদের গার্মেন্টের বাৎসরিক অনুষ্ঠান ছিল। পরিবারের লোকজন নিয়ে তাতে অংশগ্রহণ করি। সেখানে আমাদের দুপুরের খাবার দেয়া হয়। খাবার খাওয়ার পরপরই প্রচন্ড বমি ও পাতলা পায়খানা শুরু হয়। পরে বেশি অসুস্থবোধ করলে হাসপাতালে ভর্তি হই। আজ অফিস খোলা থাকার কারণে শরীর অসুস্থ নিয়েই কাজে যোগদান করি। আমরা গরীব মানুষ, চাকরি হারানোর ভয় থেকেই কাজে যোগদান করতে বাধ্য হই। মালিকপক্ষের উচিত ছিল আমাদের স্বাস্থ্যের কথা ভেবে অন্তত দুই তিনদিন সকলকে ছুটি প্রদান করা।
আকলিমা নামের আরেকজন শ্রমিক জানান, আমাদের এখনও অনেকে হাসপাতালে ভর্তি রয়েছে। কর্তৃপক্ষের নির্দেশে বাধ্য হয়ে আজ আমাদের কাজে যোগ দিতে হয়েছে। পরে বেশকয়েকজন কাজ করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। এসময় বিক্ষোভ করতে নিলে মালিকপক্ষ একদিনের ছুটি ঘোষণা করে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ইপিক গার্মেন্টস এর জেনারেল ম্যানেজার এডমিন নূর নবী সিদ্দিকী বলেন, শ্রমিকরা সকালে কাজে যোগদান করলে অনেকে অসুস্থ বোধ করেন। পরে সকলকে শনিবার ছুটি প্রদান করা হয়। রবিবারে যথারীতি অফিস খোলা থাকবে।
ইপিক গার্মেন্টসের জিএম (মহাব্যবস্থাপক) মিজানুর রহমানের মুঠোফোনে কল দিলে তিনি বলেন, আমি একটি গুরুত্বপূর্ণ কলে আছি। শেষ করে আপনাকে কল দিচ্ছি। দীর্ঘ অপেক্ষার পর পরবর্তীতে তিনি আর প্রতিবেদকের কল রিসিভ করেননি।
এদিকে কারখানার শ্রমিক ও শিল্প পুলিশ জানায়, সিদ্ধিরগঞ্জের এই ইপিজেডে ইপিক গার্মেন্টস ম্যানুফ্যাকশ্চারিং লিমিটেডে প্রায় ৮ হাজার শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারী কাজ করে। এর আগেও আদমজী ইপিজেডে অবস্থিত ইপিক গার্মেন্টসে খাবার খেয়ে দেড় শতাধিকেরও বেশি শ্রমিক অসুস্থ হওয়ার ঘটনা ঘটে।