চট্টগ্রামের হাটহাজারীতে এক মুক্তিযোদ্ধা পরিবারের তিন একর জায়গা জুড়ে লাগান প্রায় ৪০০ আম্রপালি ও বড়ই গাছের চারা কেটে পেলেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (৯ জানুয়ারি) বেলা ১২টার সময় ভুক্তভোগী পরিবারটি এ তথ্যটি নিশ্চিত করেন। এর আগে সোমবার রাতে উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের উদালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ঋণ করে দেড় থেকে দুই লাখ টাকা ব্যয় করে বীর মুক্তিযোদ্ধা মরহুম সেকান্দর মিয়ার তিন সন্তান হাবিব, সাইফুল ইসলাম ও সংবাদকর্মী মহিন উদ্দীন তিন একর জায়গায় আম্রপালি ও বড়ই গাছের ৬০০ চারা রোপণ করে। মঙ্গলবার সকালে বাগানে গিয়ে দেখেন ৬০০ গাছের মধ্যে প্রায় ৪০০ গাছ কাটা।
ক্ষতিগ্রস্ত পরিবারের সন্তান হাবিবুর রহমান দুপুর দেড়টার সময় জানান, আমাদের সাথে কারও শত্রুতা নেই। প্রতিদিন আমি সকালে এবং বিকেলে দুইবার বাগানে এসে দেখে যাই। গতকাল বিকেলেও এসে দেখে গিয়েছিলাম। কিন্তু প্রতিদিনের মতো আজ মঙ্গলবার সকালে বাগানে এসে দেখি এই বাগানের সব আম ও বড়ই গাছের চারা উপড়ে ফেলা ও কাটা। গতবছরও আমাদের বাগানের প্রায় ৬ শতাধিক কলা গাছের চারা কে বা কারা কেটে ফেলেছিল। কে এই সর্বনাশ করল বুঝতে পারছি না। এই বাগান করতে গিয়ে ঋণগ্রস্ত হয়েছি আমরা। কীভাবে এই ক্ষতি পুষিয়ে উঠব বুঝতে পারছি না।