কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার শোমসপুর উচ্চ বিদ্যালয়ের ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করা শিক্ষার্থীদের মধ্যে জিপিএ -৫ প্রাপ্ত ১৮ জন শিক্ষার্থীদের সংবর্ধনা প্রধান করেছে বিদ্যালয় কতৃপক্ষ। ৯ জুন (রবিবার) শোমসপুর উচ্চ বিদ্যালয় হল রুমে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইভিন আরা বেগম এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে উপস্হিত ছিলেন শোমসপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির বারবার নির্বাচিত সভাপতি ও খোকসা উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোঃ ফজলুল হক। শুভেচ্ছা বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মামুন অর-রশিদ। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা এবং বিদ্যালয়ের জিপিএ -৫ প্রাপ্ত কয়েকজন শিক্ষার্থীরা। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ও প্রধান শিক্ষক কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও ফুল তুলে দেন। উল্লেখ্য ২০২৪ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় অত্র বিদ্যালয় থেকে ১৮জন শিক্ষার্থী সাফল্যের সাথে জিপিএ -৫ এবং A ৫২ জন ও A- ৪৮ জন পাওয়ার গৌরব অর্জন করেন।