শপথ নিলেন পিতার আসনে নির্বাচিত চট্টগ্রামের ৫ সন্তান

দ্বাদশ সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬ টি আসনের মধ্যে ৫ টি আসনে স্বাধীনতা পরবর্তি বাংলাদেশের সাবেক সংসদ সদস্যদের সন্তান তাদের পিতার আসনে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।

আজ (বুধবার) সংসদ সদস্য হিসেবে শপথ নেয়া সেই পাঁচ সন্তানই বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে জয়লাভ করেছেন৷ তাদের মধ্যে ২ জন ইতিপূর্বে সরাসরি ভোটে একাধিকবার সংসদ নির্বাচিত হলেও অন্য তিনজন এবারই প্রথম দলীয় মনোনয়নে সরাসরি নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হয়েছেন৷

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত মুস্তাফিজুর রহমানের ছেলে মাহফুজুর রহমান মিতা এবং চট্টগ্রাম-১৩ (আনোয়ারা) আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত আখতারুজ্জামান চৌধুরী বাবুর ছেলে সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ইতিপূর্বে একাধিকবার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন৷

চট্টগ্রাম-২(ফটিকছড়ি) আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত রফিকুল আনোয়ারের মেয়ে খাদিজাতুল আনোয়ার সনিকে ইতিপূর্বে সংরক্ষিত নারী সংসদ সদস্য করা হলেও এবারই প্রথম সরাসরি তিনি সরাসরি ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সাবেক সংসদ সদস্য, বর্ষিয়ান আওয়ামী লীগ নেতা মোশাররফ হোসেনের ছেলে মাহবুব উর রহমান রুহেল প্রথমবারের মতন ভোটে দাঁড়িয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন৷

চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত এবিএম আবুল কাশেম মাস্টারের ছেলে এস এম আল মামুন উপজেলা চেয়ারম্যানের পদ ছেড়ে প্রথমবার ভোট যুদ্ধে নেমে সংসদ সদস্য নির্বাচিত হয়েছে।

পিতার রেখে যাওয়া আসনে সন্তান সংসদ সদস্য নির্বাচিত হলেও সন্তানদের এসব বিজয় দেখে যেতে পারেননি সব পিতা৷ মূলত তাঁদের মৃত্যুর পর সন্তানেরা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। একমাত্র মিরসরাই আসনের সাবেক সংসদ সদস্য, বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা ইঞ্জি. মোশাররফ হোসেন আজ তার ছেলে মাহবুব উর রহমান রুহেলকে সংসদ সদস্য হিসেবে শপথ নিতে দেখছেন৷

২০১২ সালে নবম জাতীয় সংসসের সদস্য থাকাবস্থায় মৃত্যুবরণ করেন আওয়ামী লীগ নেতা আকতারুজ্জামান চৌধুরী বাবু৷ তার মৃত্যুর পর ঐ আসনে উপনির্বাচনে প্রথমবারের মতন সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন আজকের ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ৷ দ্বীপবন্ধু হিসেবে খ্যাত মুস্তাফিজুর রহমান ২০০১ সালের ২০ অক্টোবর মৃত্যুবরণ করেন৷ তারই আসনে ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতন সংসদ সদস্য নির্বাচিত হন ছেলে মাহফুজুর রহমান মিতা। ২০১২ সালের ২৫ অক্টোবর মারা যান ফটিকছড়ির একাধিকবারের নির্বাচিত সংসদ সদস্য রফিকুল আনোয়ার। তার মেয়ে খাদিজাতুল আনোয়ার বিগত একাদশ জাতীয় সংসদের ৬ নং সংরক্ষিত নারী আসনের সদস্য নির্বাচিত হয়েছিলেন৷ এবারের দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে প্রথমবার নির্বাচনে দাঁড়িয়ে বিপুল ভোটে জয়লাভ করে সংসদ সদস্য হলেন।২০১৫ সালের ২৪ নভেম্বর মারা যান সীতাকুন্ড আসনের একাধিকবারের নির্বাচিত সংসদ সদস্য এবিএম আবুল কাসেম মাস্টার। সদ্য সমাপ্ত দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা মার্কা নিয়ে ১ লাখ ৪৩ হাজার ১২৮ ভোট পেয়ে বিজয়ী হন প্রয়াত আবুল কাশেম মাস্টারের ছেলে এস এম আল মামুন৷