রাঙ্গুনিয়ায় চট্টগ্রাম- কাপ্তাই সড়কে তীব্র যানজট

রাঙ্গুনিয়ায় অবস্থিত কাপ্তাই-চট্টগ্রাম সড়কের গুরুত্বপূর্ণ স্থানে তীব্র যানজটে সাধারণ যাত্রীগণ দিশেহারা হয়ে পড়েছে। দেশের গুরুত্বপূর্ণ জাতীয় সড়কের মধ্যে কাপ্তাই-চট্টগ্রাম রোডও অন্যতম জনগুরুত্বপূর্ণ সড়ক। ওই সড়কের যে সব স্থান রাঙ্গুনিয়ার সদর পড়ে গোডাউন এলাকা,রোয়াজারহাট, মরিয়মনগর চৌমুহনী, চন্দ্রঘোনায় দুই স্থান, লিচুবাগান প্রবেশ করতে চক্ষু হাসপাতাল ও জামে মসজিদ থেকে বনগ্রাম মোড় পর্যন্ত গিয়ে পৌঁছতে গাড়ি ভর্তি মানুষ ও ট্রাক ভর্তি পণ্য নিয়ে ঘণ্টার পর ঘণ্টা প্রতিদিন দাড়িয়ে থাকতে হচ্ছে। সরেজমিনে গত বৃহস্পতিবার ১১টায় এ সড়কের গোডাউন এলাকায় এমন দৃশ্য চোখে পরে। ওই সময়ে ৭০ বছর বয়সের বৃদ্ধ আব্দুল গণি চাচা জানান, সকাল ৯টায় গাড়িতে উঠেছি কোন সময় চট্টগ্রাম শহরে কোর্ট বিল্ডিং এ গিয়ে পৌঁছবো জানি না। তবে আজকে আমার না গেলেতো একদম শেষ, আমার আদালতে মামলার জরুরি প্রয়োজন। চৌমুহনী যানজটে নমিতা নামের আইএ পরীক্ষার্থীকে বলতে শুনি, দেশে কি প্রশাসন নেই। এখানে অনেকক্ষণ যানজটে গাড়িতে বসে আছি। কি বসে থাকবো, না মাছ বাজার ও চামড়ার গোডাউনের গন্ধই খেতে থাকবো। তার পাশে বসা এক তরুণ বলেন, দেশে কি সরকার নেই? থাকলে বছরের পর বছর ওভাবে এই সমস্যা পড়ে থাকে কেন? কাপ্তাই-চট্টগ্রাম সড়কের মূল বাস স্টেশন হচ্ছে লিচুবাগান। ওখানে ডুকতেই অনেক্ষণ দাড়িয়ে থাকতে । আবার স্টেশনের বনগ্রাম থেকে জামে মসজিদ পর্যন্ত আসলেই জামে পড়তে হয়। কেপিএমের ট্রাক ভর্তি কাগজ নিয়ে দাড়িয়ে আছে ৩/৪ জন ট্রাকচালক। ওরা বলেন, এমন গুরুত্বপূর্ণ সড়কে ওইভাবে যদি দাড়িয়ে থাকতে হয় তাহলে মানুষ কিভাবে রাষ্ট্রের গুরু দায়িত্ব পালনে সচেষ্ট থাকবে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন থানার ওসি। রাঙ্গুনিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা জানান, এই ঘটনাটা দীর্ঘ সময়ের সমস্যা। তবে আমার কাছে ওই বিষয়ে অনেকে অভিযোগ করেছেন।