ভারত-অস্ট্রেলিয়া টেস্টের প্রথম দিনেই ভাঙল ৭২ বছরের রেকর্ড

ভারত-অস্ট্রেলিয়ার মধ্যকার পার্থ টেস্টের প্রথম দিনেই ভাঙল ৭২ বছর আগের একটি রেকর্ড। পার্থ টেস্টের প্রথম দিনেই উইকেট পড়েছে ১৭টি। এর আগে ১৯৫২ সালে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টের প্রথম দিনে এমন নজির হয়েছিল।

অস্ট্রেলিয়া সফরে জশ হ্যাজলউড আর মিচেল স্টার্কদের তোপের মুখে পড়ে প্রথম ইনিংসে মাত্র ১৫০ রানেই অলআউট ভারতীয় ক্রিকেট দল। জবাবে ব্যাটিংয়ে নেমে জশপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজের গতির মুখে পড়ে স্কোর বোর্ডে ৬৭ রান তুলতেই প্রথম সারির ৭ ব্যাটসম্যানের উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া ক্রিকেট দল।

প্রথম দিনের খেলা শেষে ভারতের চেয়ে এখনো ৮৩ রান পিছিয়ে রয়েছে প্যাট কামিন্সের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া ক্রিকেট দল।