লালমনিরহাটে বাংলাদেশ বার্ড এন্ড লাইফ সোসাইটি-এর শুভ সূচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
লালমনিরহাট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ সোসাইটির শুভ সূচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ বার্ড এন্ড লাইফ সোসাইটির সভাপতি অনুপম রায় রূপক-এঁর সভাপতিত্বে শুভ উদ্বোধন ঘোষণা করেন অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক ও বীর মুক্তিযোদ্ধা শৈলেন্দ্র কুমার রায়। এ সময় বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রশিক্ষক তাপস রঞ্জন বনিকসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপস্থিত অতিথিরা তরুনদের এই মহতী কাজের ভূয়শী প্রশংসা করেন।
এ সংগঠনটি পাখিদের জন্য নিরাপদ ও বসবাস উপযোগি সুন্দর পরিবেশ সৃষ্টি, পাখির কৃত্রিম বাসা স্থাপন, পাখির প্রতি যত্নশীল হওয়া ও পাখির শিকার না করার বিষয়ে জনসচেতনতা তৈরী করে পরিবেশের ভারসাম্য রক্ষায় বিশেষ অবদানের জন্য কাজ করে যাবে মর্মে জানা গেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সরকারি কলেজের ছাত্র সোহেল রানা, রংপুর পলিটেকনিকেলের সাবেক শিক্ষার্থী হায়াত আল ফেরদৌস, মিজু রহমান, ইউরোপিয়ান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দিগন্ত খন্দকার, লালমনিরহাট সরকারি কলেজের শিক্ষার্থী জাহিদুল ইসলাম, আরমান রহমান, শামীম রহমান প্রমুখ।