গাজীপুরের পূবাইলে আলী হোসেন মাষ্টার নামে এক বীর মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন সম্পন্ন হয়েছে।
রবিবার দুপুর ২ টায় ৪১ ওয়ার্ডের বারইবাড়ি ঈদগাহ মাঠে আলী হোসেন কে গার্ড অব অনার দেওয়া হয়।
গাজীপুর জেলা প্রশাসক এর এসি ল্যান্ড সাইদুজ্জামান রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন। পূবাইল থানা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার দেয়।
এক মিনিট নীরবতা পালন শেষে একই স্থানে জানাজা এবং পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন মাষ্টার।
এর আগে বীর মুক্তিযোদ্ধা একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত সাড়ে দশটায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি এক ছেলে ও দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।