শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ভলান্টিয়ার্সের উদ্যোগে আয়োজিত “অন্নপূর্ণা ২.০” ইভেন্ট সম্পন্ন হয়েছে। সংগঠনটি মূলত সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে।
গত বুধবার (৯ই অক্টোবর) চট্টগ্রামের শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী সেবাশ্রমে অনাথ শিশুদের মাঝে নতুন কাপড় ও প্রয়োজনীয় শিক্ষাসামগ্রী বিতরণ করে তারা। এই আয়োজনে আশ্রমের প্রায় ৬০ জনেরও অধিক মানুষের জন্য দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়।
এছাড়াও, অনাথ আশ্রমের শিশুদের জন্য কুইজ প্রতিযোগিতাসহ নানান ধরনের গেমস ও হিডেন ট্যালেন্ট প্রতিযোগিতার আয়োজন করেছে তারা।
“অন্নপূর্ণা ২.০” এর অংশ হিসেবে পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৭ জন সনাতনী কর্মচারীদের মাঝে কাঁচাবাজারও উপহার দেয়া হয়েছে।
পিসিআইইউ ভলান্টিয়ার্সের লিডার ফাহমিদা কাদের নওরীন বলেন, “এই উদ্যোগটি সফল করতে আমাদের কমিটি সদস্য ও এক্সিকিউটিভ ভলান্টিয়ারদের আন্তরিক প্রচেষ্টা অনন্য ভূমিকা রেখেছে। তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং শুভাকাঙ্ক্ষীদের সাহস ও সমর্থন ছাড়া এই আয়োজন সফল করা সম্ভব হতো না। ৩০ জন শিশুর জন্য নতুন পোশাক ও শিক্ষাসামগ্রী উপহার দিতে পেরে যে আনন্দ আমরা পেয়েছি, তা আমাদের ভবিষ্যতে আরও নতুন নতুন উদ্যোগ নিতে অনুপ্রাণিত করবে।”
এদিকে, পিসিআইইউ ভলান্টিয়ার্সের ডিপার্টমেন্ট রিপ্রেজেন্টেটিভ শ্রীশান্ত মহাজন বলেন, “অন্নপূর্ণা ২.০ আমাদের দেখিয়েছে যে মানুষের পাশে দাঁড়ানোর আনন্দের সঙ্গে অন্য কোনো আনন্দের তুলনা হয় না। এই সুন্দর মুহূর্তগুলো আমাদের ভবিষ্যতের প্রতিটি প্রয়াসের প্রেরণা হিসেবে কাজ করবে।”
পিসিআইইউ ভলান্টিয়ার্সের কার্যনির্বাহী সদস্য রিদিকা দাস তন্বী বলেন, “আমাদের এই প্রচেষ্টা শিশুদের মুখে হাসি ফোটানোর মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার একটি ছোট প্রয়াস। শিশুদের এই আনন্দ আমাদের জন্য সবচেয়ে বড় প্রাপ্তি।”