চট্টগ্রামের সাতকানিয়ার ভাজালিয়া বড়দুয়ারায় অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে জড়ো করে রাখা নানা প্রজাতির গোল কাঠ জব্দ করেছে চট্টগ্রাম বন বিভাগ।
শুক্রবার (১২ জানুয়ারি) সকালে রেঞ্জ কর্মকর্তা মন্জুর মোর্শেদের নেতৃত্বে উপজেলার বড়দুয়ারা বিট কাম চেক স্টেশনের আওতায় নুরানি হাফেজিয়া মাদ্রাসা সংলগ্ন এলাকা থেকে এসব কাঠ জব্দ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন পদুয়ার রেঞ্জ কর্মকর্তা মন্জুর মোর্শেদ।
তিনি জানান, চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের নির্দেশনায় অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে বিবিধ প্রজাতির গোল কাঠ জড়ো করে রাখা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানার পর আমরা অভিযান পরিচালনা করি। বড়দুয়ারা বিট কাম চেক স্টেশনের আওতায় নুরানি হাফেজিয়া মাদ্রাসা সংলগ্ন এলাকা থেকে বিকাল ৫:০০ টায় বিবিধ প্রজাতির গোল কাঠ জব্দ করা হয়েছে এবং বিট অফিস হেফাজতে আনা হয়। কাঠ পরিমাপ করে বন মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এসময় উপস্থিত ছিলেন, পদুয়া ফরেস্ট চেক স্টেশনের স্টেশন কর্মকর্তা।