জুলাই গণঅভ্যুত্থানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী শহীদ ফরহাদকে নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে ফরহাদ হোসেনের বড় ভাই গোলাম কিবরিয়া বলেন “পরিবারের সবচেয়ে ছোট সন্তান হলেও ফরহাদ ছিল বেশি দায়িত্ববান।” মঙ্গলবার (৫ আগস্ট) দুপুর আড়াইটায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের মিলনায়তনে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫’ উপলক্ষে সেমিনার ও আলোচনা সভায় শহীদ ফরহাদের স্মৃতিচারণ করেন তিনি।
স্মৃতিচারণকালে তিনি বলেন, “আমার আম্মার হৃদরোগের সমস্যা আছে। ছাত্রজনতার গণঅভ্যুত্থানের সময় ৪ আগস্ট যখন ফরহাদ গুলিবিদ্ধ হয়, গুলিবিদ্ধ হওয়ার সংবাদ শুনে তিনি আর সহ্য করতে পারেননি। সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। প্রতিটি শহীদ পরিবারের অবস্থা একই রকম”। ফরহাদের স্মৃতিচারণ করে তাঁর ভাই গোলাম কিবরিয়া বলেন, ”ফরহাদ আমাদের পরিবারে সবচেয়ে ছোট ছিল। কিন্তু ও ছিল বেশি দায়িত্ববান। আমার পিতা মাতাকে সে সবচেয়ে বেশি স্বান্তনা দিত। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাড়ি আসলে বিশ্ববিদ্যালয়ের লোগোযুক্ত টিশার্ট নিয়ে আসতাম। সব টিশার্ট ও নিয়ে নিতো। কিন্তু এখন আর টিশার্ট নেওয়ার কথা কেউ বলে না”। তিনি আরও বলেন, ”জুলাই গণ-অভ্যুত্থানে অনেক ছাত্র জনতা শহীদ হয়েছেন। শহীদের রক্তের উপর দিয়ে এই নতুন বাংলাদেশ বিনির্মান হয়েছে। এই নতুন বাংলাদেশে শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হবে।”
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য একাডেমিক অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য প্রশাসন অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক সাইফুল ইসলাম প্রমুখ। আলোচনা সভায় প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য সাবেক অধ্যাপক আবুল কালাম আযাদ।