চট্টগ্রামের সন্দ্বীপে বড় কোন সহিংসতা ছাড়াই সুষ্ঠুভাবে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলেও বেশ কিছু ছোট খাটো অপ্রীতিকর ঘটনার অভিযোগ উঠেছে। অভিযোগের যাচাই-বাছাইসহ অস্বাভাবিক পরিস্থিতি যাতে সৃষ্টি হতে না পারে সেজন্য মাঠে নেমেছে চট্টগ্রাম ডিবি পুলিশের স্পেশাল ব্রাঞ্চ।
গতকাল শনিবার সহকারী পুলিশ সুপার সুদীপ্তের নেতৃত্বে সন্দ্বীপের বিভিন্ন ইউনিয়নে অভিযান পরিচালনা করে দুজনকে আটক করা হয়। আটককৃত দুইজন হচ্ছেন- মেহেদী এবং ইউপি সদস্য জামাল।
সহকারী পুলিশ সুপার সুদীপ্ত জানান, সন্দ্বীপে নির্বাচন পরবর্তী কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে দ্বীপে ডিবি পুলিশ এলার্ট রয়েছে এবং বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে দুজনকে আটক করা হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।