দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন চট্টগ্রাম -২ (ফটিকছড়ি) আসনে বিপুল ভোটে বিজয় হয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী (নৌকা) প্রতীকে খাদিজাতুল আনোয়ার সনি।
তিনি সর্বমোট ১ লক্ষ ৩শত ৭০ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক চৌধুরী।
অপর দিকে, বিজয়ী প্রার্থীর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী (তরমুজ) প্রতীকের এইচ এম আবু তৈয়ব। তিনি সর্বমোট ৩৬ হাজার ৫শত ৮৬ ভোট পেয়েছেন।
এছাড়া, বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দিন আহম্মদ (একতারা) প্রতীকের ৩ হাজার ১শত ৩৮ ভোট পেয়েছেন।
৭ জানুয়ারি রবিবার সকাল ৮টা থেকে বিরতি বিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত ১৪২ টি কেন্দ্রে ভোট গ্রহণ হয়।
প্রতিটি ভোটকেন্দ্রে দায়িত্বরত প্রিজাইডিং অফিসার উপস্থিত জনতার সামনে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করে। পরে ফটিকছড়ি উপজেলা পরিষদ হল রুমে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসারের নিকট বিভিন্ন কেন্দ্রের ফলাফল হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, এবার ফটিকছড়ি আসনে সর্বশেষ ভোটের মাঠে ৮জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। মোট ভোটার ৪ লাখ ৫৬ হাজার ৭ শত ৫৬ জন। তাদের মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩৬ হাজার ২৫৬ জন ও নারী ভোটার ২ লাখ ২০ হাজার ৫০০ জন।