কক্সবাজার জেলার চারটি আসনের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। সোমবার (৮ জানুয়ারি) দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরান ফল ঘোষণা করেন।
ঘোষিত ফলাফল অনুসারে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে বাংলাদেশ কল্যাণ পার্টির হাতঘড়ি মার্কায় সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম পেয়েছেন ৮১ হাজার ৯৫৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের সংসদ সদস্য ও ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জাফর আলম পেয়েছেন ৫২ হাজার ৮৯৬ ভোট।
অন্য প্রার্থীদের মধ্যে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির হাতুড়ি প্রতীকে আবু মোহাম্মদ বশিরুল আলম পেয়েছেন ৫৩৭; জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে হোসনে আরা ৭৭৩; বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের মোমবাতি প্রতীকে মুহাম্মদ বেলাল উদ্দিন ৬৯১; ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী তানভীর আহমেদ সিদ্দিকী তুহিন ২৪৪ ও কলারছড়ি প্রতীকে স্বতন্ত্র প্রার্থী ১৮০ ভোট পেয়েছেন। এ আসনের ৩ কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছিল।
কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক নৌকা প্রতীকে পেয়েছেন ৯৭ হাজার ৬০৫ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ন্যাশনালিস্ট মুভমেন্টের (বিএনএম) নোঙর প্রতীকে শরীফ বাদশা পেয়েছেন ৩৫ হাজার ৬১৩ ভোট। এছাড়া ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) আম প্রতীকে মাহাবুবুল আলম ১৪৮; বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) একতারা প্রতীকে মোহাম্মদ খাইরুল আমিন ১৬০; ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের চেয়ার প্রতীকে মোহাম্মদ জিয়াউর রহমান ২২৪ ও ইসলামী ঐক্যজোটের মিনার প্রতীকে মো. ইউনুস ২৭৬ ভোট পেয়েছেন।
কক্সবাজার-৩ (সদর, রামু ও ঈদগাঁও) আসনে আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য নৌকা প্রতীকের প্রার্থী সাইমুম সরওয়ার কমল পেয়েছেন ১ লাখ ৬৭ হাজার ৩৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী আইনজীবী পরিষদ নেতা ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার মিজান সাঈদ পেয়েছেন ২১ হাজার ৯৪৬ ভোট।
এছাড়া বাংলাদেশ কল্যাণ পার্টির হাতঘড়ি প্রতীকে আব্দুল আউয়াল মামুন ৯৮৮; বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) টেলিভিশন প্রতীকে মোহাম্মদ ইব্রাহিম ২৬৮; জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে মোহাম্মদ তারেক ১ হাজার ৩৭১; বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) কুঁড়েঘর প্রতীকে শামীম আহসান (ভুলু) ৫০৫ ভোট পেয়েছেন।
কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য নৌকা প্রতীকের প্রার্থী শাহীন আক্তার পেয়েছেন ১ লাখ ২২ হাজার ৮০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী নুরুল বশর পেয়েছেন ৩১ হাজার ৭০৭ ভোট।
এছাড়া জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে নুরুল আমিন সিকদার ভুট্টো ১ হাজার ৭৫৮; ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) আম প্রতীকে ফরিদ আলম ৩২৭; তৃণমূল বিএনপির সোনালী আঁশ প্রতীকে মুজিবুল হক মুজিব ২৪৬; ইসলামী ঐক্যজোটের (আইওজে) মিনার প্রতীকে মোহাম্মদ ওসমান গণি চৌধুরী ৮২৫ ও বাংলাদেশ কংগ্রেসের ডাব প্রতীকে মো. ইসমাঈল পেয়েছেন ২৪৭ ভোট।