পলার প্রেমে মজেছেন বিল গেটস
বলা হয়, প্রেমের কোনো বয়স নেই। ‘কখন কারে লাগে ভালো-বলা যায় না’ গানের এই কথাটাই যেন সত্যি হলো ৬৭ বছর বয়সী বিল গেটস আর ৬০ বছর বয়সী পলা হার্ডের জীবনে। দুজনে নতুন করে একে অপরের প্রেমে পড়েছেন। শুধ তাই নয়, চুটিয়ে প্রেমও করছেন দুজনে, বেড়াতে গেছেন সিডনি, দেখতে গেছেন টেনিসও। এমন খবরই জানাচ্ছে ডেইলি-মেইল…