মৃত্তিকার কাহিনি তুলে আনল অ্যাঁভাগার্ড
চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরাম' আয়োজিত গ্রুপ থিয়েটার উৎসবে অ্যাঁভাগার্ড পরিবেশন করেছে নাটক নবান্ন ফিরে আস। ১২দিন ব্যাপী উৎসবের ১০ম দিনে ২৬ ডিসেম্বর চট্টগ্রাম শিল্পকলা একাডেমি মিলনায়তনে পরিবেশিত নাটকটি রচনা করেছেন সুমন টিংকু ও নির্দেশনা দিয়েছেন মোসলেম উদ্দিন সিকদার।
নাটকটিতে উঠে আসে, মৃত্তিকার…