Privacy Policy

The personal data collected on this site, notably through electronic subscription forms, are for the exclusive use of dailydeshbartaman.com, to the fullest extent permitted by applicable law, and cannot be disclosed or sold to third parties. The users of this website have the rights of access, opposition and correction of the data they have disclosed. As a result, the user’s personal data can be corrected, completed, updated or erased, if required, to the dailydeshbartaman.com commercial service.

dailydeshbartaman.com makes reasonable efforts to implement technology and security features in order to safeguard the privacy of its users from loss, unauthorised access or improper use.

The information may be retained and used by dailydeshbartaman.com for a reasonable period, reflecting our need to answer queries or resolve problems, provide improved and new services and any data retention requirements of the law. This means we may retain information after an individual has ceased interacting with us. dailydeshbartaman.com does not sell, rent or give your personal data to any third party except where the law permits or unless you specifically agree.

Users of the site are invited to inform dailydeshbartaman.com services of any dysfunctions of the site in light of privacy rights. In its capacity as a news agency, dailydeshbartaman.com gathers and stores what could be classified as personal data. This is used for news reporting, opinion polls and related research. This privacy notice does not focus on that type of use.

Like most websites, dailydeshbartaman.com also collects information through the use of “cookie” technology. Among other things, a cookie may identify your browser and store information such as the date and time you access the site and the pages visited.

Privacy Policy Terms and Conditions for Facebook Platform

  1. What data are we collecting?
    Ans: We are only collecting Facebook ID, email, first name, last name, and full name for our newsletter subscription.
  2. How are we processing it?
    Ans: We are storing Facebook ID, email, first name, last name, full name in our secured system for the dailydeshbartaman.com newsletter or contact form subscription. If any Facebook user authorises our app to access their data in order to receive our newsletter service, we collect only their Facebook ID, email, first name, last name, and full name data. After users’ authorisation, dailydeshbartaman.com sends out a newsletter to their email address.
  3. For which purposes are we processing it?
    Ans: We want to reach out to our subscribers with more of our content through newsletters.
  4. Can users request deletion of that data?
    Ans: Users can indeed request the deletion of data by removing the dailydeshbartaman.com app from their Facebook account – all they need to do is mark the data deletion checkbox. dailydeshbartaman.com has built the data deletion callback AP as per Facebook guidelines.

 

For inquiries

Contact: 02226638213, 02226638214, news@dailydeshbartaman.com

Fareast Tower-2 (3rd Floor),
36 Topkhana Road, Old Paltan, Dhaka.

গোপনীয়তা নীতি

দৈনিক দেশ বর্তমান এর ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশন (অ্যাপ) ব্যবহার করার সময় পাঠক, ভিজিটর অথবা ব্যবহারকারীর তথ্য সুরক্ষিত রাখতে আমরা অঙ্গীকারবদ্ধ। নিম্নোক্ত মাধ্যম থেকে সেবা গ্রহণের সময় তাঁদের যেসব ব্যক্তিগত তথ্য সংগৃহীত হয়, এই গোপনীয়তার নীতি সেসবের ওপর প্রযোজ্য হবে:

  1. গোপনীয়তা নীতিসংবলিত দৈনিক দেশ বর্তমান এর যেকোনো ওয়েবসাইট
  2. সামাজিক যোগাযোগমাধ্যম বা অন্য যেকোনো দৈনিক দেশ বর্তমান এর কনটেন্ট
  3. মোবাইল ও ওয়েব অ্যাপ্লিকেশন (অ্যাপ)।

 

দৈনিক দেশ বর্তমান এর তৈরি অ্যাপ্লিকেশন (অ্যাপ), ওয়েবসাইট বা কনটেন্টের ক্ষেত্রেই শুধু এই গোপনীয়তা নীতি প্রযোজ্য হবে।  কোনো নকল ওয়েবসাইট, পেজ বা গ্রুপে প্রচারিত বা দৈনিক দেশ বর্তমান এর  লোগো-সংবলিত ভুয়া কনটেন্টের ক্ষেত্রে এই গোপনীয়তা নীতি প্রযোজ্য হবে না।

বিশেষ সতর্কতা

দৈনিক দেশ বর্তমান এর নামে দেশে একাধিক নকল ওয়েবসাইট থাকতে পারে, যেগুলোর মধ্যে বিভিন্ন ভুয়া ফেসবুক পেজ এবং গ্রুপ অন্তর্ভুক্ত। ওই সব ভুয়া ওয়েবসাইট, পেজ বা গ্রুপে প্রচারিত কনটেন্টের দায় দৈনিক দেশ বর্তমান এর নয়।

দৈনিক দেশ বর্তমান এর যেভাবে তথ্য সংগ্রহ করে
নিম্নোক্ত যেকোনো ক্ষেত্রে পাঠক দৈনিক দেশ বর্তমান এর তথ্য সংগ্রহের সার্বিক সম্মতি প্রদান করেছেন এবং এই গোপনীয়তা নীতির সব শর্ত মেনে নিয়েছেন বলে ধরে নেওয়া হবে:

  1. নিউজলেটার সাবস্ক্রাইব করলে
  2. জরিপ বা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে
  3. সাইট বা পেজে লগইন করলে

সংগৃহীত তথ্য প্রকাশ

ওয়েবসাইট পরিচালনা, ব্যবসা পরিচালনা ও গ্রাহকদের সেবা দেওয়ার প্রয়োজন ছাড়া পাঠকের ব্যক্তিগত তথ্যাবলি দৈনিক দেশ বর্তমান এর কারও কাছে বিক্রি অথবা আদান-প্রদান করে না। তবে পাঠকদের পছন্দ-অপছন্দ বুঝতে বা তাঁদের আরও ভালোভাবে সম্পৃক্ত করতে কিংবা গ্রাহকসংখ্যা বাড়াতে অভ্যন্তরীণভাবে পাঠকদের তথ্য পরস্পর আদান-প্রদান করা হতে পারে।

উল্লিখিত কারণের বাইরে অন্য কোনোভাবে পাঠকের তথ্য ব্যবহার করার প্রয়োজন হলে তার জন্য দৈনিক দেশ বর্তমান এর ওয়েবসাইট অথবা অ্যাপ থেকে অনুমতি নেওয়া হবে।  তবে বাংলাদেশের কোনো আইনি বাধ্যবাধকতা থাকলে তা মানার জন্য দৈনিক দেশ বর্তমান এর পাঠকের কাছ থেকে সংগৃহীত ব্যক্তিগত তথ্য প্রকাশ বা সরবরাহ করতে পারে।

এই গোপনীয়তার নীতিমালার বাইরে প্রথম আলো তার সেবাদাতা বিভিন্ন প্রতিষ্ঠান, অধিভুক্ত কোম্পানি, পরামর্শক বা অংশীদারদের কাছে কিংবা যারা দৈনিক দেশ বর্তমান এর পক্ষ থেকে ব্যবসাসংক্রান্ত কাজ করে থাকে, তাদের কাছে পাঠকের তথ্য সরবরাহ করতে পারে; আবার আইনি প্রক্রিয়া বা অন্য কোনো ফোরামে নিজ স্বার্থ সংরক্ষণে এসব তথ্য আদান-প্রদান করা হতে পারে।

তথ্য সংরক্ষণ

পাঠক বা ভিজিটর দৈনিক দেশ বর্তমান এর অ্যাকাউন্ট খুললে তাঁদের তথ্য সংরক্ষণ করা হবে। এ ছাড়া নিজস্ব তথ্য সংরক্ষণ নীতির দৈনিক দেশ বর্তমান এর আরও কিছুদিন তথ্য সংরক্ষণ করতে পারে।  অ্যাকাউন্টের মেয়াদ শেষ হলে পাঠকের ব্যক্তিগত তথ্যাবলি মুছে ফেলা হবে।  কোনো কারণে এসব তথ্য মুছে ফেলতে সাধারণ সময়ের চেয়ে বেশি সময় লাগতে পারে।  সে ক্ষেত্রে দৈনিক দেশ বর্তমান এর দায় থাকবে না।

তৃতীয় পক্ষের বিজ্ঞাপন ও লিংক

দৈনিক দেশ বর্তমান এর ওয়েবসাইট ও অ্যাপে তৃতীয় পক্ষের পণ্য ও সেবার বিজ্ঞাপন প্রদর্শনের অনুমতি দেওয়া হতে পারে। এই তৃতীয় পক্ষের ওয়েবসাইটগুলোর গোপনীয়তার নীতি পৃথক হতে পারে। তবে এটি করা বা না করার অধিকার দৈনিক দেশ বর্তমান এর হাতে থাকবে।  বিজ্ঞাপনের বিষয়বস্তুতে কোনো ভুল, অসম্পূর্ণতা, সীমাবদ্ধতা থাকলে তার দায়দায়িত্ব দৈনিক দেশ বর্তমান গ্রহণ করবে না।

ভিজিটর বা পাঠক পৃথক লিংক, অ্যাপ্লিকেশন (অ্যাপ) বা ওয়েবসাইটে প্রবেশ করার কারণে তার তথ্য ফাঁস দৈনিক দেশ বর্তমান এর ওয়েবসাইটের লিংক বা কনটেন্টও যদি তার মাধ্যম হয়—তার দায়দায়িত্ব দৈনিক দেশ বর্তমান নেবে না।

কুকির ব্যবহার

দৈনিক দেশ বর্তমান কুকিভিত্তিক ব্যবহারকারীর উপাত্ত সংগ্রহ করে না কিংবা ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্যও সংরক্ষণ করে না।

যদি দৈনিক দেশ বর্তমান এর ওয়েবসাইটে প্রবেশের মাধ্যমে কোনো ব্যবহারকারীর কুকি তৃতীয় পক্ষ সংগ্রহ করে, তার নিয়ন্ত্রণ দৈনিক দেশ বর্তমান এর হাতে থাকবে না।  সে জন্য পাঠকদের তৃতীয় পক্ষের ওয়েবসাইট খতিয়ে দেখা উচিত।

প্রথম আলোর যোগাযোগ

সময়ে সময়ে দৈনিক দেশ বর্তমান ব্যবহারকারীদের সঙ্গে ইমেইল, ফোন বা এসএমএসের মাধ্যমে যোগাযোগ করতে পারে। মূলত, বিভিন্ন অনুষ্ঠানে যোগদানের আমন্ত্রণ, তথ্য সংগ্রহ এবং জরিপের জন্য দৈনিক দেশ বর্তমান এর  এ যোগাযোগ করবে। ব্যবহারকারীদের কাছ থেকে সংগৃহীত তথ্যের ভিত্তিতেই তা করা হবে।

দেশের বাইরে থেকে ওয়েবসাইটে প্রবেশ

দেশের বাইরে থেকে ব্যবহারকারীরা যেসব ব্যক্তিগত তথ্য দেবেন, ব্যবহারবিধি এবং ‘গোপনীয়তা নীতি’র আলোকে তা আবার প্রক্রিয়াজাত করা হবে।

আইন

দৈনিক দেশ বর্তমান এর  গোপনীয়তা নীতি কিংবা এর সঙ্গে পাঠকদের সম্পর্ক ইত্যাদি নির্ধারিত হবে বাংলাদেশের বিদ্যমান আইনের আলোকে। তথ্য ব্যবহার, সংরক্ষণ, প্রকাশ, ফাঁস বা বিতরণ নিয়ে কোনো বিতর্ক সৃষ্টি হলে বাংলাদেশের আদালতে তার মীমাংসা হবে।  আদালতের রায়ই এ ক্ষেত্রে চূড়ান্ত।  পাঠক যে জাতির, দেশের বা পেশার হোন না কেন, তিনি দৈনিক দেশ বর্তমান এর ওয়েবসাইটে প্রবেশ করলে, এর কোনো সেবা নিলে বা অ্যাপ্লিকেশন ব্যবহার করলে তাঁর ক্ষেত্রে এই গোপনীয়তার নীতি প্রযোজ্য হবে।

প্রত্যাহার করা

কোনো সময় কোনো পাঠক যদি দৈনিক দেশ বর্তমান এর  বিপণনসংক্রান্ত ইমেইল গ্রহণ করতে না চান, তাহলে খুব সহজেই তিনি তা করতে পারবেন।  প্রতিটি ইমেইলের নিচে আনসাবস্ক্রাইব অপশনে ক্লিক করেই সেটি হয়ে যাবে।

তথ্য ধারণ

যে পর্যন্ত দৈনিক দেশ বর্তমান এর আপনার অ্যাকাউন্ট থাকবে, ততক্ষণ অবধি আপনার ব্যক্তিগত তথ্য আমাদের কাছে সংরক্ষণ করা হবে। আপনি তা মুছে ফেলার অনুরোধ করলে সেই প্রক্রিয়া সম্পন্ন করার সময়ের ওপর ভিত্তি করে এবং প্রযোজ্য আইন অনুসারে সম্ভবপর দ্রুততার সঙ্গে আপনার তথ্য মুছে ফেলা হবে। তবে আইনি উদ্দেশ্যে আমরা কিছু তথ্য সংরক্ষণ করতে পারি।

তথ্য মুছে ফেলা

দৈনিক দেশ বর্তমান এর  ব্যবহারকারীর উপাত্ত বা ডেটা মুছে ফেলার অধিকারকে সমর্থন করে। তবে এ ধরনের অনুরোধ আমরা লিখে জানানোর ওপর গুরুত্ব দিই, আর তা হতে হবে দৈনিক দেশ বর্তমান এর উপাত্ত সুরক্ষা ও রেকর্ড ব্যবস্থাপনা কমিটির সহযোগিতার মাধ্যমে। এতে অনুরোধের এই স্পষ্টতা নিশ্চিত হবে যে এটি অস্থায়ী ওয়েব এবং সোশ্যাল মিডিয়া কুকিজের মতো অস্থায়ী সংরক্ষিত কোনো বিষয় নয়। আপনি news@dailydeshbartaman.com -এ ইমেইল পাঠিয়ে উপাত্ত মুছে ফেলার অনুরোধ করতে পারেন।

গোপনীয়তার নীতি সংশোধন

গোপনীয়তার নীতির ধারা যেকোনো সময় সংশোধন, পরিবর্তন ও বাদ দেওয়ার অধিকার প্রথম আলোদৈনিক দেশ বর্তমান এর সংরক্ষণ করে। তবে সেই পরিবর্তিত নীতি তাৎক্ষণিকভাবে ওয়েবসাইটে তুলে দেওয়া হবে।  পরিবর্তনের পর পাঠক ওয়েবসাইটে প্রবেশ করলে ধরে নিতে হবে, তিনি এগুলো মেনে নিয়েছেন এবং সব সময় মেনে চলবেন। পাঠক কোনো কারণে নীতি পড়তে ব্যর্থ হলে তার জন্য দৈনিক দেশ বর্তমান দায়ী থাকবে না।

অফিশিয়াল ইমেইল: news@dailydeshbartaman.com