“গৃহকর্মী সুরক্ষা, অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা” নাগরিক সমাজ ও গৃহকর্মী ফোরামের সংলাপ

বাড্ডা অঞ্চলের গৃহকর্মী আঞ্চলিক ফোরামের আয়োজনে দুঃস্থ স্বাস্থ্যকেন্দ্র সুনীতি প্রকল্পের সহযোগিতায় “গৃহকর্মী সুরক্ষা, অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায়” নাগরিক সমাজ ও গৃহকর্মী ফোরামের সংলাপ সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
রোববার এই সংলাপ উত্তর বাড্ডায় ইনভাইট পার্টি সেন্টার হলে আয়োজন করা হয়।
গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি ২০১৫ হলেও তা এখনোও বাস্তবায়ন হয়নি। প্রত্যেক গৃহকর্মীর যেমন দক্ষতা দরকার, তেমনি রাষ্ট্রীয় স্বীকৃতি দরকার। তাদের দ্রুত শ্রম আইনে অন্তর্ভুক্ত করা জরুরি।


সময় এখন গৃহকর্ম ও গৃহকর্মীর সামাজিক এবং রাষ্ট্রীয় স্বীকৃতির, শ্রমিক হিসেবে শ্রম আইনে অন্তর্ভুক্তি’ শীর্ষক গৃহকর্মী সুরক্ষা, অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় নাগরিক সমাজ ও গৃহকর্মী ফোরামের সংলাপে বক্তারা এসব কথা বলেন।
বাড্ডা গৃহশ্রমিক আঞ্চলিক ফোরামের সভাপতি কোহিনুর বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাড্ডা ৩৮ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ সেলিম, সাইফুজ্জামান বাদশা- সভাপতি জাতীয় শ্রমিক জোট, কাজী রহুল আমিন সাধারণ- সম্পাদক বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স ট্রেড ইউনিয়ন কেন্দ্র, শাহিদা পারভীন শিখা- সাধারণ সম্পাদক জাতীয় নারী শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র, বাড্ডা থানার সাব ইন্সপেক্টর মো. খাইরুল ইসলাম, দৈনিক দেশ প্রতিদিনের সাংবাদিক মাহামুদুল হাসান, আনসার ভিডিপির করাইল এলাকার কমান্ডার মনিরুজ্জামানসহ আরও উপস্থিত ছিলেন আফরোজা ডালিয়া পরিচালক, প্রশাসন, দুস্থ স্বাস্থ্যকেন্দ্র, অক্সফাম বাংলাদেশের সুনীতি প্রকল্পের প্রোগ্রাম অফিসার সৈয়দা সামিহা আজিম, দুস্থ স্বাস্থ্য কেন্দ্র প্রকল্প ব্যবস্থাপক মাহবুবুর রহমান, মিরপুর, মোহাম্মদপুর, বাড্ডা ও খিলগাঁও গৃহশ্রমিক আঞ্চলিক ফোরামের নেতারা, সদস্যবৃন্দ প্রমুখ।


অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্ড্ডাা গৃহকর্মী আঞ্চলিক ফোরামের সাধারণ সম্পাদক শেফালী এবং দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র সোশ্যাল মোবিলাইজার তাসলিমা বিলকিস।
শেখ সেলিম বলেন, গৃহমর্কীদের অধিকার ও মর্যাদা বিয়য়ে, অধিকার আদায়ে তিনি একত্বতা ঘোষনা করেন। গৃহকর্মীদের অধিকার আদায়ে লড়াইটা জরুরি। অন্যদিকে সংগ্রামকে এগিয়ে নিতে সকলের সংগঠিত হওয়া জরুরি। এখানে স্থানীয় সরকার সবচেয়ে গুরুত্বপূর্ণ। তার ওয়ার্ডে গৃহকর্মীর কল্যান ও সুরক্ষা বাস্তবায়নের জন্য তিনি সব ধরনের সহযোগীতার আশ্বাস প্রদান করেন।
সৈয়দা সামিহা আজিম গৃহকর্মী অধিকার সুরক্ষায় সকলকে একসাথে কাজ করার জন্য অনুরোধ করেন। উক্ত সভাটি সুন্দর ভাবে পরিচালনা করার জন্য, তিনি গৃহকর্মীদের ধন্যবাদ প্রদান করেন ।
সাংবাদিক মাহামুদুল হাসান বলেন, গৃহকর্মীদের অধিকার মর্যাদার জন্য সকল গৃহকর্মীদের এক হয়ে কাজ করতে হবে । তাদের নিজ নিজ অধিকার বিষয়ে সজাগ থাকতে হবে।

সাইফুজ্জামান বাদশা বলেন, গৃহকর্মীর মুক্তির জন্য লড়াই করতে হবে। গৃহকর্মীদের নীতিমালা কার্যকর করতে হবে এবং তাদের আইনের আওতা আনতে হবে।
শাহিদা পারভীন শিখা বলেন, সকল গৃহকর্মীদের তাদের নীতিমালা সম্পর্কে অবগত হতে হবে এবং সকল গৃহকর্মীদের সংগঠিত হতে হবে । সংগঠিত হতে পারলে গৃহকর্মীদের অধিকার আদায় সহজ হবে।
আফরোজা ডালিয়া সকল গৃহকর্মীদের একতাবদ্ধ হয়ে কাজ করার জন্য বলেন।
তাহামিনা আক্তার বলেন গৃহকর্মীর অধিকার প্রতিষ্ঠায় শান্তিপূর্ণভাবে লড়াইটাকে এগিয়ে নিয়ে যেতে চাই।
ফাতেমা বেগম বলেন, সকল গৃহকর্মীদের তাদের অধিকারের প্রতি সচেতন হতে হবে । সবার মধ্যে একতাবদ্ধ থাকতে হবে।
কোহিনুর বেগম বলেন, গৃহকর্মীদের সাপ্তাহিক ছুটি, মাতৃত্বকালীন ছুটির দাবি এবং থানার ফাইলে পড়ে থাকা গৃহকর্মীদের মামলাগুলো দ্রুত নিষ্পত্তির দাবি জানাই। বিজ্ঞপ্তি।